আমাদের চেজ করা উচিত ছিল: সাকিব
টস হেরে ব্যাট করতে নেমে ভারত যখন চার উইকেট ১৮৪ রান করেছিল তখন ম্যাচের পাল্লা তাদের দিকেই ভারী হয়ে উঠেছিল এর কারণ বাংলাদেশের ব্যাটিং লাইনের দুর্বলতা সাম্প্রতিককালে বাংলাদেশ দেড়শ রানের উপরে করতে পেরেছে এমন ইনিংস একটি কিংবা দুটি হতে পারে। বাংলাদেশের সীমাবদ্ধতা এখন ১২০,১৩০ থেকে ১৪০-১৫০ এর ঘরে। কিন্তু ওপেনিং এ ফিরে লিটন দাস এর স্ট্রোক সমৃদ্ধ ইনিংস ভারতের রানকে বাংলাদেশের নাগালের মধ্যেই নিয়ে এসেছিল। বৃষ্টি এসে সেখানে ওলট-পালট করে দেওয়ার পর বাংলাদেশের যে নতুন টার্গেট দাঁড়িয়েছিল অধিনায়ক সাকিব মনে করেন সেই রান চেজ করে বাংলাদেশের জেতা উচিত ছিল। এক পর্যায়ে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৫ ওভারে ৮ উইকেটে ৫২ রানের। সেখান থেকেও বাংলাদেশ গতিপথ হারিয়ে ফেলে।
এই অবস্থা নিয়ে সাকিব বলেন,পাঁচ ওভারে ৫২ রান হাতে,৮ উইকেট। ওই অবস্থায় আমাদের অবশ্যই চেজ করা উচিত ছিল। আমাদের যে ধরনের ব্যাটিং লাইনআপ ছিল আমি বিশ্বাস করেছিলাম আমরা ক্যাপাবল ছিলাম। যেটা আমি আগে বললাম যে আনফরচুনেটলি হয়নি। মিডল অর্ডারে আমরা খুব বেশি শট খেলেছিলাম। ভালো সময়ে দুই তিন ওভারে আমরা মোমেন্টাম হারিয়ে ফেলি। ওই অবস্থায় ম্যাচে ফেরা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছিল। পরে নুরুল ও তাসকিন ভালো ব্যাট করে আমাদের আবার ম্যাচে নিয়ে আসে। আসলে টি-টোয়েন্টি ক্রিকেট এমনই। একবার আমাদের দিকে যাচ্ছিল ,আরেকবার ওদের দিকে যাচ্ছিল। টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ দুই ওভারে দেখেন অনেকেই ৩০ রান করে। এমন না যে খুব কঠিন। আমরা করতে পারিনি এটা আমাদের জন্য আনফরচুনেট। কিন্তু এই গেম থেকে আমাদের অনেক কিছু পজিটিভ নেওয়ার আছে নেগেটিভের চেয়ে।'
বৃষ্টি এসে ম্যাচে ব্যাঘাত সৃষ্টি করার পরও সাকিব চেয়েছিলেন পুরো ২০ ওভারেই খেলতে। ডাকওয়ার্থ লুইস(ডি/এল) পদ্ধতি নিয়ে তার কোনো ভাবনা ছিল না। তিনি বলেন,ডি এল নিয়ে ওরকম চিন্তা আমাদের ছিল না। দুই দলই চাচ্ছিল যে খেলাটা হোক। এটা আমাদের জন্যই ভালো। আমি প্রেফার করি ২০ ওভারের খেলা যখন হয় পুরাটাই যেন হয়। আমরা কোনো মুহূর্তেই চিন্তা করিনি, যে বৃষ্টি আইন আসতে পারে। ইভেন যখন বৃষ্টি হচ্ছে। এতক্ষণও বৃষ্টি হওয়ার কথা ছিল না, যেটা হয়েছে। সুতরাং আমরা আশাবাদী ছিলাম যে পুরা ম্যাচটাই হবে। কিন্তু যেটা হয়েছে আমার কাছে মনে হয় না খুব ভিন্ন কিছু করেছে খেলার ক্ষেত্রে কিংবা আমাদের পারফর্মমেন্সের ক্ষেত্রে। যেটা হতো যে বৃষ্টিটা না হলে আমাদের যে মোমেন্টাম টা ছিল ওটা ভালো থাকতে পারত। এটাও আসলে বলার কোনো নিশ্চয়তা নেই। আসলে পরবর্তী বলে কী হবে, পরের ওভারে কী হবে।’
বৃষ্টির পর আবার খেলা শুরু হলে প্রথম ওভারেই লিটন দুইবার পা পিছলে পড়ে যাওয়ার পর সে ওভারেই রান আউট হয়ে যান। এ নিয়ে সাকিব বলেন,'হ্যাঁ দুর্ভাগ্য লিটনের জন্য যে ও দুইবার স্লিপ করেছে আমি জানি না পিচের ভেতরে কিংবা পিচের সাইড দিয়ে দৌড়াচ্ছিল কি না। যেখানে ঘাসের জায়গা ছিল ওখান থেকে দৌড়াচ্ছিল কি না, প্রথম বার সেখানে স্লিপ করলে দ্বিতীয়বার অবশ্যই সতর্ক হয়ে পিচের মাঝখান দিয়ে দৌড়াত। আমি জানি না আসলে ও কোন জায়গা দিয়ে দৌড়াচ্ছিল। কারণ আমিতো পরের ব্যাটসম্যান ছিলাম। আমি মাঠে চলে যাওয়ার কারণে বুঝতে পারিনি ও আসলে কোন জায়গা দিয়ে দৌড়াচ্ছিল।'
এসএন