সাকিব কি আসলেই খেলতে চাননি?
বাংলাদেশ-ভারতের লড়াইটা সাম্প্রতিক সময়ে বেশ জমে উঠেছে। বিশেষ করে আইসিসির কোনো ইভেন্টে। কিন্তু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুই দলের লড়াইয়ে আবহাওয়ার পূর্বাভাসে সেরকম কোনো ইঙ্গিত ছিল না। ম্যাচের আগের দিন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান সরাসরি বলেছিলেন ভারতকে হারানো হবে আপসেট। আবার ভারতের কোচ রাহুল দ্রাবিড় বাংলাদেশকে সমীহ করার কথা বলেছিলেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ভারতের লড়াই কিন্তু ঠিকই উত্তেজনার পারদ ছড়িয়ে তারপরই ফলাফল হয়েছে। মোটকথা বাংলাদেশ ভারতের ম্যাচ যে রকমটি হওয়ার কথা ছিল সেরকমই হয়েছে টানটান উত্তেজনার ম্যাচ। একবার বাংলাদেশের দিকে হেলে পড়েছে, আরেকবার ভারতের দিকে। শেষ পর্যন্ত শেষ বলে গিয়েই ফলাফল নির্ধারিত হয়েছে।
টি-টোয়েন্টি ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটিংয়ের যে দুর্দশা, এই ম্যাচে তা ছিল সম্পূর্ণ অনুপস্থিত। আজ ছিল অন্য এক বাংলাদেশের ব্যাটিং লাইন। ভারতের ১২৪ রানের টার্গেট লিটন দাসের অনন্য বেটিং শৈলীর উপর ভর করে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার পথেই ছিল বাংলাদেশ। কিন্তু বৃষ্টি এসে সেখানে বাধ সাধে। পরে নতুন করে টার্গেট দেওয়া হলে বাংলাদেশ রান তোলার সেই ছন্দ আর ধরে রাখতে পারেনি।
বৃষ্টি বাংলাদেশের ব্যাটিং লাইনে কী পরিমান বাধার সৃষ্টি করেছিল তা বুঝা যায় লিটন দাসকে দেখেই। বৃষ্টির পর খেলা শুরু হলে প্রথম ওভারেই লিটন দাস রান আউট হয়ে যান তার আগে দুবার পা পিছলে পড়েন। মাঠ পুরোপুরি খেলার উপযোগী হয়ে ওঠার আগেই আম্পায়াররা খেলা শুরু করে দেন। এরকমভাবে মাঠ অনুপযোগী থাকায় খেলা শুরু করা নিয়ে সাকিব রাজি ছিলেন না বলে ভারতীয় সাংবাদিকদের মধ্যে কানাঘুষা চলতে থাকে। সংবাদ সম্মেলনে এ নিয়ে সাকিবকে প্রশ্নের পিঠে প্রশ্ন করে তা জানার চেষ্টাও করা হয়েছে।
টিভি পর্দায় দেখা গিয়েছে সাকিব আম্পায়ারের সঙ্গে বেশ কথা বলছেন। সেখানে রোহিত শর্মাও ছিলেন। সংবাদ সম্মেলনে তোলা হয়। কিন্তু সাকিব খুবই বিচক্ষণতার সঙ্গে জবাব দিয়ে যান। কারণ মাটির এই সকল বিষয় আইসিসি নিয়মে বাইরে প্রচার করার এখতিয়ার নেই ক্রিকেটারদের এমনকি আম্পায়ারের সিদ্ধান্তেরও প্রতিবাদ করার উপায় নেই।
সংবাদ সম্মেলনে বিষয়টি এমন ছিল যে প্রশ্ন কর্তা সাকিবের কাছে জানতে চান যে তিনি খেলতে রাজি ছিলেন না। এ নিয়ে আম্পায়ারের সঙ্গে তার কী কথা হয়েছে? জবাবে সাকিব বলেছিলেন, আমার কি এখানে কোনো অপশন আছে? এরপর তিনি সাকিবের কাছে জানতে চান তিনি আম্পিয়ার আমাকে না খেলার জন্য কনভিন্স করার চেষ্টা করেছিলেন কি না? জবাবে সাকিব জানান আমার কি সেই ক্ষমতা আছে? এরপর সেই কর্মকর্তা জানতে চান তাহলে কী নিয়ে কথা হয়েছে যদি একটু ব্যাখ্যা করেন তখন সাকিব বলেন এবার আপনি সঠিক প্রশ্ন করেছেন। আম্পায়ার আমাদের দুই অধিনায়ককে ডেকে দেখে কত ওভারের খেলা হবে, রুলস কী, টার্গেট কত সেটি জানিয়েছিলেন।
এমপি/এসএন