ভড়কে গিয়েছিলেন রোহিতও
বোলিংয়ের শুরুতে চেপে ধরেছিলেন তাসকিন আহমেদ। ব্যাটিং তাণ্ডবে স্বস্তি কেড়ে নিয়েছিলেন লিটন দাস। কিন্তু অ্যাডিলেড ওভালে বৃষ্টিভেজা মাঠের আশীর্বাদে জয়টা গিয়েছে ভারতের পক্ষে।
বুধবার (২ নভেম্বর) বাংলাদেশের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ের পর রোহিত শর্মা অকপটে স্বীকার করলেন টাইগারদের পারফরম্যান্সে ভড়কে গিয়েছিলেন তিনিও।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে লিটনের ব্যাটে বাংলাদেশ দেখছিল জয়ের স্বপ্ন। সর্বনাশ করে বৃষ্টি। মাঠ ভিজিয়ে থামে আকাশের কান্না। ভেজা মাঠে খেলতে নেমে ব্যক্তিগত ৬০ রানে পা পিছলে রান আউট হন লিটন। এরপরই ম্যাচের লাগাম টেনে ধরে ভারতীয় বোলাররা এবং ছিনিয়ে নেয় ৫ রানের জয়।
ম্যাচ পুরস্কার বিতরণী মঞ্চে রোহিত বলেন, ‘আমি একই সময়ে শান্ত এবং নার্ভাস ছিলাম। জয়ের জন্য দল হিসেবে শান্ত থাকা গুরুত্বপূর্ণ ছিল। সংক্ষিপ্ত ম্যাচগুলো যে কারও পক্ষেই যেতে পারে, তবে খেলা শুরু হওয়ার পরে আমরা আমাদের স্নায়ু ভালোভাবে ধরে রেখেছিলাম এবং শেষ পর্যন্ত একটি ভালো জয় ছিল।’
শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ রান। তাসকিন আহমেদ আর নুরুল হাসান সোহান ছিলেন উইকেটে। আগের ওভারে তাসকিন ১টি করে চার-ছক্কায় শেষ ওভার নিয়ে খুব চিন্তায় ছিলেন রোহিত। বাজি ধরেছিলেন আর্শদীপ সিংয়ের পক্ষে। তরুণ এই বোলারও বাজিমাত করেছেন শেষ ওভারে।
শেষ ওভারের নাটকীয়তা প্রসঙ্গে রোহিত বলেন, ‘ডেথ ওভারে আমরা আর্শদীপকে রেখেছিলাম। বুমরাহ না থাকায় যে কারোর জন্য এটা নেওয়া কঠিন কাজ ছিল। একজন তরুণের জন্য এসে এ ধরণের কাজ করা সহয় নয়, আমরা তাকে প্রস্তুত করেছি। সে আট-নয় মাস ধরে এটি করেছে।’
যেভাবেই আসুক, জয় এসেছে। তাতেই স্বস্তি ভারতীয় অধিনায়কের, ‘লোকেশ রাহুল যেভাবে ব্যাটিং করেছে, সেটা তার এবং দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আজকের আমরা যে কয়েকটি ক্যাচ নিয়েছিলাম তা দেখতে দুর্দান্ত ছিল। আপনি যখন একটি বড় ভিড়ের সামনে খেলছেন তখন এটি সহজ নয়।’
এমএমএ/