অ্যাডিলেডে ঈদের আনন্দ!
বুধবার অ্যাডিলেডে প্রবাসী বাংলাদেশিরা ঈদের আনন্দে মেতেছিলেন। তবে কারও কারও কাছে ঈদের চেয়েও বেশি আনন্দ। তাদেরকে এ উপলক্ষ এনে দিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি।ম্যাচকে ঘিরে অ্যডিলেড ওভলের দক্ষিণ গেটে বসেছিল বাঙালিদের মিলন মেলা।
অস্ট্রেলিয়াতে বাংলাদেশের নিয়মিত খেলা হয় না। আইসিসিরি আসরই তাদের সে সুযোগ করে দেয়। ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে বাংলদেশ এই ম্যাঠে খেলেছিল সর্বশেষ ম্যাচ। যে ম্যাচে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠেছিল।
ম্যাচ শুরুর আগে যেমন প্রবাসীরা বাংলাদেশ দলকে পেয়ে উৎসবে মেতেছিলেন. তেমনি ম্যাচ শেষে জয়ের আনন্দে। ৭ বছর পর আবার তাদের সামনে সেই সুযোগ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার তাদের প্রতিপক্ষ ভারত। জিততে পারলে সেমি ফাইনালে খেলার পথে অনেক দূর এগিয়ে যাবে। প্রবাসীদের প্রত্যাশা অতীতের মতো এবারও বাংলাদেশ দল তাদের হতাশ করবে না।
২০১৫ সালে বাংলাদেশ জিতেছিল, তাই এবার তাদের বিশ্বাসের পারদ আরও বেশি। যে কারণে ম্যাচ শুরুর আগে উ]সবের রংও ছিল অনেক বর্ণিল। লাল-সবুজে্ জাসর্ পড়ে, জাতীয় পতাকা হাতে বাঘের সাজে অনেকেই এসেছিলেন স্টেডিয়ামে। বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে প্রকম্পিত কনের তুলেন। অ্যাডিলেডে খুব বেশি বাংলাদেশিদের বসবাস নয়। ভারতয়িদের তুলনায় আরও কম। মাঠে ভারতীয় দর্শকদের উপস্থিতিও ছিল অনেকে বেশি।
কিন্তু বাংলাদেশের স্বল্প সংখ্যাক দর্শকই তাদের সঙ্হেগ পাল্লা দিয়ে আওয়াজ তুলেছেন। মাঠের বাইরে দক্ষিণ গেটে বাংলাদেশিদের উ]সবের বর্ণিল আনন্দে ভারতীয় দর্শক সংখ্যায় বেশি হওয়ার পরও মনে হয়েছে বাংলাদেশি দর্শকই বেশি। নিজেদের উৎসবের রংয়ে নতুন করে রেনু ছড়িয়েছে ছোট্ট করে আয়োজিত সাংস্কৃতি অনুষ্ঠান। যেখানে বাংলাদেশি গানের সঙ্গে ছোট বাচ্চাদের নৃত্য সবার বিশেষ নজরও কাড়ে।
উৎসবের মাত্রায় ব্যক্তিগতভাবে বাড়তি রং লেগেছে নারায়ণগঞ্জের রাসেলের। কারণ ত ার মেয়ে রাইনা মাঠে দুই দলের ক্রিকেটারদের নিয়ে যাওয়া ছোট ছোট বাচ্চাদের একজন ছিল। সে ভারতীয় ক্রিকেটার ভুবেনেশ্বর কুমারের সঙ্গে ছিল। এই উৎসব আবার মিছ করেছেন পরিবার পরিজন নিয়ে আসা নেত্রকোনার নিউটন কুমার সৌরভ একটু বিলম্বে আসাতে। তাদের সঙ্গে ছিলেন সিলেটের সৌরভও। চট্টগ্রামের ইয়াসমিনের কাছে ঈদের আনন্দ। ঢাকার মাহতাব ও তার পরিবারের কাছে ঈদের চেয়েও বেশি আনন্দের।
এ্ই উৎসবে শামিল হতে বাংলাদেশ থেকে এসেছেন কুমিল্লা চৌদ্দগ্রামের চেয়ারম্যান মোশারফ হোসেন। একইভাবে আমেরিকার ফ্লোরিডা থেকে সপরিবারে এসেছেন এক সময় বাংলাদেশে খেলাধুলা নিয়ে লেখালেখি করা ডাক্তার আব্দুর রহমান বেগ রিপনও। উৎসবের রঙে মিষে গিয়ে পার্থে বসবাসরত জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহবুবুর রহমান শামিল প্রায় দুই ঘন্টা আগে স্টেডিয়ামে এসে মাঠে প্রবেশ করেছেন টস হওয়ার পর।
এমপি/এমএমএ/