খেলা মাঠে না গড়ালে জয়ী হবে বাংলাদেশ
বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচে বৃষ্টির বাগড়া। ম্যাচটি যদি আর মাঠে না গড়ায় তাহলে বৃষ্টি আইনে (ডিএলএস) জয়ী হবে বাংলাদেশ।
টস জিতে প্রথমে বোলিং নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। তবে ভারতকে অল্পতে বেঁধে রাখার সৌভাগ্য হয়নি বাংলাদেশের। বুধবার (২ নভেম্বর) অ্যাডিলেড ওভালে লোকেশ রাহুল আর বিরাট কোহলির হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহ পায় এশিয়ার শক্তিধররা। বাংলাদেশকে ১৮৫ রানের টার্গেট দেয় ভারত।
তবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপেনিং ব্যাটার লিটন কুমার দাস দুর্দান্ত শুরু করেছেন। পেয়েছেন ২১ বলে হাফ সেঞ্চুরি। এটি চলমান বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান। লিটন ২৬ বলে ৫৯ রান ও শান্ত ১৬ বলে ৭ করে অপরাজিত আছেন।
এর পরেই বৃষ্টি নামে। খেলা না হলে বৃষ্টি আইনে (ডিএলএস) ১৭ রানে জয়ী হবে বাংলাদেশ।
আরএ/