টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
এক দেশ এক মহাদেশ। এক রাজ্যের সঙ্গে আরেক রাজ্যে সময়ের ব্যবধানই আধ ঘণ্টা থেকে দুই ঘণ্টার মতো। যে কারণে আবহাওয়ারও ব্যাপক পার্থক্য।
হোবার্টে বাংলাদেশ খেলেছে প্রচণ্ড ঠান্ডায়, সেখানে সিডনি আর ব্রিসবেনে ছিল চমৎকার ক্রিকেট উপযোগী আবহাওয়া। অ্যাডিলেডে আবার বিপরীত। গত দুই দিন হয়েছে টানা বৃষ্টি। ৩১ অক্টোবর সারাদিন গুড় গুড়ি বৃষ্টি হলেও গতকাল মঙ্গলবার হয়েছে রোদ-বৃষ্টির খেলা। যখন রোদ উঠে শরীরে গরমের উত্তাপ লাগে। আবার উত্তাপ মুহূর্তেই হারিয়ে যায়— যখন বৃষ্টি শুরু হয়। আর এখানে বৃষ্টি মানেই সঙ্গে প্রচণ্ড বাতাস। হাড় কাঁপানো শীত। বলা যায় মঙ্গলবার সারাদিন থেমে থেমে চলেছে রোদ-বৃষ্টির নৃত্য। এমন নৃত্যের কারণে আজকে বাংলাদেশ-ভারতের দ্বিতীয় ম্যাচ শঙ্কয় পড়ে গিয়েছিল। কিন্তু আজ ভোরের আলো ফুটে উঠার পর থেকেই বৃষ্টি হাওয়া। রোদের খেলা। যদিও বাংলাদেশ-ভারতের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাকেই সঙ্গী করেই টস জিতে বাংলাদেশ বোলিং করতে নামবে।
কন্ডিশনের কথা বিবেচনা করে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। সৌম্য সরকারের পরিবর্তে খেলবেন পেস বোলার শরিফুল।
দুই দলের জন্যই আজকের ম্যাচ সেমিতে যাওয়ার লড়াইয়ে খুবই গুরুত্বপূর্ণ। ৩ ম্যাচে দুই দলের পয়েন্টই ৪ করে। নেট রান রেটে ভারত এগিয়ে। ‘বি' গ্রুপে আছে দুইয়ে। বাংলাদেশ তিনে। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সবার উপরে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
ভারত একাদশ
কেএল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ড্য, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, আরশদীপ সিং।
এমপি/আরএ/