ডাচদের কাছে হেরে সেমির স্বপ্ন ফিকে জিম্বাবুয়ের
টানা তিন হারের পর বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম জয়ের দেখা পেয়েছে আগেই বিদায় নেওয়া নেদারল্যান্ডস। বুধবার (২ নভেম্বর) গ্রুপ টুয়ের ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে ডাচ শিবির। এই হারে বিশ্বকাপ থেকে জিম্বাবুয়ের বিদায় নিশ্চিত হলো। যতটুকু সম্ভাবনা আছে, তা গ্রুপ টেবিলের সুক্ষ্ম অঙ্কের মারপ্যাচে।
অ্যাডিলেডে আগে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ১১৭ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ২৪ বলে ৪০ রান করেন সিকান্দার রাজা। ২৩ বলে ২৮ রান করেন শন উইলিয়ামস।
এই দুজন ছাড়া জিম্বাবুয়ের আর কোন ব্যাটার ছুতে পারেনি দুই অঙ্কের রান। বল হাতে নেদারল্যান্ডসের হয়ে মেকারেন তিনটি উইকেট নেন।
১১৮ রানের টার্গেটে খেলতে নেমে নেদারল্যান্ডস লক্ষ্যে পৌঁছে ১২ বল হাতে রেখে, ১২০/৫।
নেদারল্যান্ডসের হয়ে ৪৭ বলে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন ওপেনার ম্যাক্স ও ডাউড। আট চারের পাশাপাশি তিনি একটি ছক্কা। ২৯ বলে ৩২ রান করেন টম কুপার। ১২ বলে ১২ রানে অপরাজিত থেকে দলকে জয় পাইয়ে দেন বাস ডে লিডে। ফিফটির সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ম্যাক্স ও ডাউড।
৪ ম্যাচে এক জয় ও তিন হারে দুই পয়েন্ট নিয়ে সবার নিচেই নেদারল্যান্ডস। চার ম্যাচে তিন পয়েন্ট পাওয়া জিম্বাবুয়ের রয়েছে চতুর্থ স্থানে। শেষ ম্যাচ তাদের ভারতের সঙ্গে।
আরএ/