বাংলাদেশকে সমীহ করছে ভারত
অস্ট্রেলিয়ায় ভারতের জয়যাত্রা থামিয়েছে দক্ষিণ আফ্রিকা। রোহিত শর্মাদের সামনে এখন বাংলাদেশ। বুধবার (২ নভেম্বর) অ্যাডিলেড ওভালে মুখোমুখি হবে দুই দল। পরিসংখ্যান, শক্তি-সামর্থ্য, ঐতিহ্যে এগিয়ে থেকে ম্যাচে ‘নিরঙ্কুশ’ ফেবারিট রাহুল দ্রাবিড়ের দল। তবুও প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে সমীহ করছে ভারত।
টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের বিপক্ষে মাত্র একবার জিতেছে বাংলাদেশ। হারের স্বাদ পেয়েছে অপর দশবারের সাক্ষাতে। তবে বিশ্বকাপের মঞ্চে সমান তালে ছুটছে দুই দল। ৩ ম্যাচ শেষে তাদের জয়-পরাজয়ের সংখ্যা সমান। উভয় দল দুটো করে ম্যাচ জিতে সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রেখেছে।
সব মিলে সুপার-টুয়েলভের শেষভাগে এসে সর্বোচ্চ সতর্ক দ্রাবিড় ও তার শিষ্যরা। তারা মনে ধারণ করছেন ইংলিশদের বিপক্ষে আইরিশ অঘটনের কথা। দ্রাবিড় বলেছেন, ‘তাদের (বাংলাদেশের) প্রতি আমাদের অনেক সম্মান আছে। আমি মনে করি তারা খুব ভালো একটি দল।’
ভারত কোচ যোগ করেন, ‘এই ফরম্যাট এবং চলতি বিশ্বকাপ দেখিয়েছে যে আপনি কাউকেই হালকাভাবে নিতে পারেন না। আয়ারল্যান্ড এমনটা দেখিয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। কারণ হচ্ছে, এটা এমনিতেই একটি সংক্ষিপ্ত ফরম্যাট। জয়-পরাজয়ের ব্যবধান ১২-১৫ রান হলেও এটা আসলে দুটো শটের বিষয় মাত্র। শট দুটো হতে পারে যেকোনো দলের পক্ষে।’
অস্ট্রেলিয়ার মাঠের বিবরণ এভাবেই দেন দ্রাবিড়, ‘এই কন্ডিশন খেলার মাঠকে অনেকাংশে সমান করে দিয়েছে, কারণ বাউন্ডারিগুলো বড়। উপমহাদেশে আপনি যে শটগুলোতে ছক্কার প্রত্যাশা করেন, এখানে এটা এত সহজে হচ্ছে না। খেলোয়াড়রা আউট হয়ে যাচ্ছে।’
এসজি