অ্যাডিলেডে বাংলাদেশ-ভারতের প্রতিপক্ষ বৃষ্টিও
অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টি ঝামেলা পাকিয়েছে বেশকটি ম্যাচে। হয়েছে পয়েন্ট ভাগাভাগি। বুধবার (২ নভেম্বর) অ্যাডিলেডে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এই ম্যাচে জয়ের জন্য মুখিয়ে আছে দুই দলই। বৃষ্টি হোক, তা চাচ্ছে না কেউ।
মঙ্গলবার (১ নভেম্বর) প্রায় সারাদিনই আংশিক মেঘাচ্ছন্ন ছিল অ্যাডিলেডের আকাশ। বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিও হয়েছে। আগামীকাল কি বৃষ্টি হবে? অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার অ্যাডিলেডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদিনই আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। আশার কথা, সেই বৃষ্টি ভারত-বাংলাদেশ দ্বৈরথে বাধা সৃষ্টি নাও করতে পারে।
ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ। ২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দুপুরের দিকে। বৃষ্টি রেহাই দিলেও সমস্যা তৈরি করতে পারে ঠান্ডা। বুধবার অ্যাডিলেডের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা ভারত ও বাংলাদেশের শীতকালীন গড় তাপমাত্রার থেকে কম। ২০ থেকে ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বাতাসও বইতে পারে।
এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪টি ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়েছে। বদলে গিয়েছে পয়েন্ট টেবিলের সমীকরণ। ভারত-বাংলাদেশ ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হলে সুবিধা হতে পারে পাকিস্তানের।
এসজি