রাহুলে আস্থা রাখছেন দ্রাবিড়
বিশ্বকাপের মঞ্চে ছন্দে নেই লোকেশ রাহুল। অস্ট্রেলিয়ায় এখন অবধি তিন ম্যাচ খেললেও কোনোটিতেই ছুঁতে পারেননি দুই অঙ্কের রান। এতে সমালোচনার মুখে ভারতীয় ওপেনার।
মঙ্গলবার (২ নভেম্বর) বাংলাদেশের বিপক্ষে রাহুলকে একাদশের বাইরে রাখার দাবিও জানিয়েছেন সমালোচকরা। তাতে অবশ্য কর্ণপাত করছেন না রাহুল দ্রাবিড়। বরং রাহুলে পূর্ণ আস্থা রাখছেন ভারতের প্রধান কোচ।
পাকিস্তান ম্যাচে ৮ বল খেলে রাহুল করেছিলেন ৪ রান। ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি দুর্বল নেদারল্যান্ডসের বিপক্ষেও। ১২ বল খেলে থামেন ৯ রানে। সবশেষ দক্ষিণ আফ্রিকা ম্যাচে ১৪ বলে করেন ৯ রান। তার অফফর্মের কারণে আইসিসি ইভেন্টে পাওয়ার প্লের ফায়দা লুটতে পারেনি ভারত। এজন্য দ্রাবিড়কে ওপেনিং জুটিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন সাবেকরা।
কন্ডিশন বিবেচনায় ভারত কোচ খুব বেশি দোষ দেখছেন না তার শিষ্যের। দ্রাবিড়ের মতে, অস্ট্রেলিয়ার মাটিতে নতুন বলের বিপক্ষে কিছু ম্যাচ খারাপ যেতেই পারে যেকোনো ক্রিকেটারের। ভারত কোচের ভাষ্য ছিল ঠিক এমন, ‘আমাদের হয়ে কে ব্যাটিংয়ে ওপেন করতে চলেছে তা নিয়ে আমার এবং রোহিতের মনে কোনো সন্দেহ নেই। এটা নিয়ে মোটেও উদ্বিগ্ন নই।’
দ্রাবিড় যোগ করেন, ‘আমি মনে করি সে (রাহুল) দুর্দান্ত একজন খেলোয়াড় এবং তার প্রমাণিত ট্র্যাক রেকর্ড আছে। সে সত্যিই ভালো করেছে। রাহুল এক বছর ধরেই জানেন যে তার প্রতি আমাদের সমর্থন আছে। টি-টোয়েন্টি ম্যাচে এমনটা কখনো কখনো ঘটতে পারে। আর এই টুর্নামেন্টটি বেশ চ্যালেঞ্জিং, বিশেষ করে টপ অর্ডার ব্যাটারদের জন্য।’
এসজি