চাপে বাবর, শঙ্কায় পাকিস্তান
গত বিশ্বকাপে দাপটের সাথেই সেমিফাইনাল খেলেছিল পাকিস্তান। যদিও খেলা হয়নি ফাইনাল। সেই পাকিস্তান এবারের বিশ্বকাপেও ছিল হট ফেবারিট। কিন্তু এবার দলটি সেমিতে যেতে পারবে কি না, তা নিয়ে আছে রাজ্যের সংশয়। এমন অবস্থায় পাক অধিনায়ক বাবর আজম রয়েছেন কঠিন চাপে। অনেকে তার নেতৃত্ব নিয়ে তুলছেন প্রশ্ন।
প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে প্রথম বলেই শুন্য রানে সাজঘরে ফিরেছিলেন বাবর। শেষ বলের নাটকীয়তায় ওই ম্যাচে পরাজিত হয় পাকিস্তান। জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়া পরের ম্যাচে বাবর করেন চার রান।
নেদারল্যান্ডেসের বিরুদ্ধে জয় পাওয়া ম্যাচেও বাবর করেন চার রান। তিন ম্যাচে বাবরের রান মোট ৮।
সেমি-ফাইনালে খেলার ন্যুনতম সুযোগ ধরে রাখতে হলে বৃহস্পতিবার সিডনিতে দক্ষিণ আফ্রিকাসহ বাকি দুই ম্যাচেই জয় পেতে হবে পাকিস্তানকে। এমন মুহূর্তে আজমের অফ ফর্ম বিশ্বকাপে পাকিস্তানের ব্যাটারদের মধ্যে বড় রকমের অস্বস্তি সৃস্টি করেছে।
সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস ওপেনিংয়ে বাবরের পার্টনার মোহাম্মদ রিজওয়ানের স্ট্রাইক রেটের প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘তারা রান করলেও আমরা হারি কেন? কারণ তাদের রান তোলার ধরন।’ বাবরের (১২৯.১৯) এবং রিজওয়ানের (১২৭.১১) স্ট্রাইক রেট টি-টোয়েন্টি ক্রিকেটে অন্য ওপেনারদের চেয়ে কম।
পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বলেছিলেন, ‘আমার মনে হয় বাবর মাঝেমধ্যে নিজের জন্যই খেলেন।’ পাকিস্তান সুপার লিগে ওপেনিং ব্যাটসম্যান রদবদলের পরামর্শও দিয়েছিলেন তিনি। যদিও তার ওই ধারণাটি সহজভাবে নেননি বর্তমান অধিনায়ক।
বাবর আজমকে ‘অনিরাপদ’এবং তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াকার। তিনি বলেছেন, ‘নেতা ও নেতৃত্বের মধ্যে পার্থক্য রয়েছে।
এদিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি বাবর আজমের প্রতি সমর্থন জানিয়ে টুইট বার্তায় লিখেছেন, ‘দুই বা তিনটি বাজে ম্যাচ আপনাকে খারাপ খেলোয়াড়ে পরিণত করতে পারে না। বাবর আজম আমাদের দলের সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড়। এখন তার দরকার আমাদের সমর্থন।’
আগামী বৃহস্পতিবার সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে পাকিস্তান। ৬ নভেম্বর শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। তিন ম্যাচে এক জয় ও দুই হারে দুই পয়েন্ট নিয়ে পাকিস্তানের অবস্থান পঞ্চম।
এমএমএ/