অ্যাডিলেডে জিম্বাবুয়ের সামনে নেদারল্যান্ডস
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে বুধবার (২ নভেম্বর) নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। অ্যাডিলেড ওভালে ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে।
এই ম্যাচে জিততে পারলে সেমিফাইনালে খেলার স্বপ্ন জিইয়ে থাকবে সিকান্দার রাজাদের। অন্যদিকে আগেই বিদায় নেওয়া ডাচদের এটি নিয়মরক্ষার ম্যাচ।
সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। নিশ্চিত পরাজয়ের হাত থেকে দলটি রক্ষা পায় বৃষ্টির কারণে। পয়েন্ট হয় ভাগাভাগি। পরের ম্যাচে পাকিস্তানকে ১ রানে হারিয়ে বড় চমক দেখায় জিম্বাবুয়ে। তৃতীয় ম্যাচে বাংলাদেশের কাছে আবার হার মানে ক্রেইগ আরভিন শিবির।
তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ টুয়ের তালিকায় চতুর্থস্থানে জিম্বাবুয়ে। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। ভারত ও বাংলাদেশের পয়েন্ট সমান ৪। তিন ম্যাচে দুই পয়েন্ট পাওয়া পাকিস্তান পঞ্চমস্থানে। তিন ম্যাচে কোনো জয় না পাওয়া নেদারল্যান্ডস সবার নিচে।
নেদারল্যান্ডসের বিপক্ষে কাল পূর্ণ ২ পয়েন্ট পেতে মরিয়া জিম্বাবুয়ে। দলের পেসার ব্লেসিং মুজারাবানি বলেন, ‘আগের ম্যাচে বাংলাদেশের কাছে শেষ বলে হেরে যাওয়াটা হতাশার ছিল। এসব ভুলে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেতে চাই আমরা। সেমির আশা বাঁচিয়ে রাখতে পুরো পয়েন্ট নিয়েই আমরা মাঠ ছাড়তে চাই।’
সেমির আশা না থাকলেও সুপার টুয়েলভে প্রথম জয় পেতে মরিয়া নেদারল্যান্ডস। দলের মিডল-অর্ডার ব্যাটার কলিন অ্যাকারম্যান বলেন, ‘সুপার টুয়েলভে ভালো ক্রিকেট খেলতে পারিনি আমরা। আরও ভালো ক্রিকেট খেলার সামর্থ্য আমাদের আছে। জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের সেরাটা দেখাতেই মাঠে নামব আমরা। জয় নিয়ে মাঠ ছাড়া প্রত্যাশা করছি।’
টি-টোয়েন্টি ক্রিকেটে চারবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। জিম্বাবুয়ের জয় দুটি, নেদারল্যান্ডসের একটি। এক ম্যাচ টাই। টাই হওয়া ম্যাচে সুপার ওভারে জয় পেয়েছিল জিম্বাবুয়ে। দুই দলের সর্বশেষ সাক্ষাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে। যেখানে ডাচদের ৩৭ রানে হারিয়েছিল জিম্বাবুয়ে।
এসজি