অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে ছাড়া প্রথম ম্যাচ
বিষয়টি ঢাকাপ্রকাশ-এর পাঠকরা আগেই জেনেছেন দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ক্রিকেট অস্ট্রেলিয়ার নেতিবাচক আচরনের কারণে ২২ বছরে মাত্র ২ বার সফর করেছে।
একবার ২০০৩ সালে শুধু ২ টেস্টের সিরিজ এবং ২০০৮ সালে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। শুধু খেলার ক্ষেত্রেই নয়, ভেনু্য বাছাই করার ক্ষেত্রেও ক্রিকেট অস্ট্রেলিয়া উদার হতে পারেনি। খেলা দিয়েছিল অপরিচিত দুই ভেনু্য ডারউইন ও কেয়ানর্সে। অস্ট্রেলিয়া বাংলাদেশ ছাড়া খেলার সুযোগ পেয়েছে ২০১৫ সালে ওয়ানেড বিশ্বকাপের পর এবার টি-টেয়েন্টি বিশ্বকাপে।
কিন্তু তারপরও সব ভেনু্যতে খেলার সুযোগ হয়নি। পার্থে ২০১৫ সালে খেলা হয়নি,এবারও নেই কোনো খেলা। ২০১৫ সালে সিডনিতে খেলার সুযোগ হয়নি। কিন্তু এবার খেলার সুযোগ হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ব্রিসবেনে ২০১৫ সালে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে।
এবার জিম্বাবুয়ের বিপক্ষে খেলে জয় পেয়েছে ৩ রানে। ২০১৫ সালে মেলবোর্নে দুইটি ম্যাচ খেলেছিল। লিগ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে, পরে কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে। দুইটি ম্যাচই বাংলাদেশ হেরেছিল। আবার অ্যাডিলেডে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে নিশ্চিত করেছিল কোয়ার্টার ফাইনাল। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও আামীকাল ভারতের বিপক্ষে খেলবে। অস্ট্রেলিয়াকে ছাড়া যেমন এই স্টেডিয়ামের প্রথম ম্যাচ হবে এটি. তেমনি বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচও।
অ্যাডিলেডে বাংলাদেশ খেলতে নামেবে মাত্র ষষ্ট ম্যাচ। এর আগে যে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, সেখানে সবগুলো ছিল ত্রিপাক্ষিক। শ্রীলঙ্কা খেলেছে ২টি, ভারত. ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা খেলেছে ১টি করে। প্রথম তিন ম্যাচে হারের পর শেষ ২ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে ছাড়া প্রথম অনুষ্ঠিত হবে আগামীকাল।
অ্যাডিলেডে শেষ ৩ ম্যাচের নিষ্পত্তি হয়েছে আগে ব্যাট করা দল জয়ের মাধ্যমে। যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৯ সালে অস্ট্রেলিয়ার করা ২ উইকেটে ২৩৩ রান হয়ে আছে সর্বোচ্চ। একই ম্যাচে শ্রীলঙ্কার ৯ উইকেটে ৯৯ রান আবার সর্বনিম্ন। এই ম্যাচেই ডেভিড ওয়ার্নারের অপরাজিত ১০০ রান একমাত্র সেঞ্চুরিও। ওয়ার্নার সেঞ্চুরি করলেও ৫ উইকেট নিতে পারেননি কোনো বোলার। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ওয়াটসনের ১৫ রানে ৪ উইটেই সেরা।
অলআউট হয়ার সংখ্যা দুইট। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া ১৫১ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা ১৪৬ রান করে অলআউট হয়েছিল।
এমপি/এমএমএ/