অ্যাডিলেডের সুখস্মৃতি কাজে লাগাতে চান সাকিব
দৃশ্যপটে আমূল পরিবর্তন। টি-টোয়েন্টি ক্রিকেটে ধুকতে থাকা বাংলাদেশ এখন বিশ্বকাপে সেমির লড়াইয়ে। তিন ম্যাচের দুটিতে জিতে বাংলাদেশ এই সমীকরণ তৈরি করেছে। বদলে গেছে চিত্রনাট্য।
হোবার্টে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে যাত্রা শুরু করার পর সিডনিতে দক্ষিণ আফ্রিকার কাছে ১০৪ রানের ব্যবধানে বাজেভাবে হেরে নিজেদের চিরচেনা রূপে ফিরে গিয়েছিল। কিন্তু ব্রিসবেনে আবার চরম নাটকীয়তায় ভরা ম্যাচে জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়ে নিজেদের চিত্রনাট্য নতুন করে লিখেছে। ম্যাচ বাকি দুটি। প্রতিপক্ষ দুটিই শক্তিশালী। একটি ভারত, অপরটি পাকিস্তান। আগামীকাল ২ নভেম্বর ভারতের বিপক্ষে খেলার পর ৬ নভেম্বর খেলেবে পাকিস্তানের বিপক্ষে। পায়ের নিচে মাটি খুঁজে পেয়ে সাকিবদের মনোবল চাঙ্গা। ‘বি’ গ্রুপে পয়েন্ট টেবিলের যে অবস্থা তাতে করে বাকি দুই ম্যাচ জিতলে সরাসরি সেমিতে। একটিতে জিতলেও বাদ পড়ে যাবে না পয়েন্ট টেবিলে অন্য দলগুলোর অবস্থার উপর নির্ভর করবে নিজেদের যাত্রা পথ।
জয়-পরাজয় খেলারই অংশ। কিন্তু ব্রিসবেনে বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে যেভাবে জিতেছে, তাতে করে খেলোয়াড়দের মনোবল অনেক শক্ত হয়ে উঠেছে। এই চাঙ্গা মনোবল নিয়েই বাংলাদেশ মোকবিলা করবে ভারতকে। খেলা হবে অ্যাডিলেড ওভালে।
বাংলাদেশ দল ব্রিসবেন ছেড়েছিল জিম্বাবুয়েকে হারানোর সুখস্মৃতি নিয়ে। অ্যাডিলেডে এসেছে আরেক সুখের স্থানে। ব্রিসবেনের মতো অ্যাডিলেডে আগামীকাল বাংলাদেশ প্রথম ম্যাচ খেললেও এখানে আছে সুখস্মৃতি। এই সুখস্মৃতি ৭ বছর আগে ওয়ানডে বিশ্বকাপের। যেখানে মাহমুদউল্লাহ সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ করে নিয়েছিল।
টস জিতে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ ১০৩, মুশফিকুর রহিমের ৮৯ ও সৌম্য সরকারের ৪০ রানে বাংলাদেশ ৭ উইকেটে করেছিল ২৭৫ রান। জবাবে রুবেল হোসেন (৯.৩-০৫৩-৪), মাশরাফি (১০-০-৪৮-২) ও তাসকিনের (৯-০-৫৯-২)তোপে পড়ে ইংল্যান্ড ৪৮.৩ ওভারে ২৬০ রানে অলআউট হয়েছিল। এই দলের তিন ক্রিকেটার সাকিব, তাসকিন ও সৌম্য আছেন বর্তমান দলে। আসবে কী ফিরে ৭ বছর আগে সুখের কাব্য রচনা করার দিনটি আবার। অধিনায়ক সাকিব সেই সুখময় স্মৃতিকে কাজে লাগাতে চান।
আজ অ্যাডিলেড ওভালে প্রেস কনফারেন্সে তিনি বলেন, ‘সেই দলের আমি আর তাসকিন আছি (সৌম্য সরকারও ছিলেন) ভালো স্মৃতি। ভালো স্মৃতি সব সময় অনুপ্রেরণা যোগায়। আশাকরি সেই স্মৃতি যেন আমাদের সহায়তা করে।’
এমপি/আরএ/