আফগানদের হারিয়ে সেমির দৌড়ে টিকে থাকল শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে উঠার দৌড়ে টিকে থাকার গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে ম্যাচটি শ্রীলঙ্কার জেতার কোনো বিকল্প ছিল না। শেষ পর্যন্ত ৬ উইকেটে জয় পেয়েছে এশিয়ার চ্যাম্পিয়নরা।
ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডের এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে আফগানিস্তান সংগ্রহ করে ১৪৪। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।
শ্রীলঙ্কার হয়ে ধনঞ্জয়া ডি সিলভা ৪২ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন। এ ছাড়া কুশল মেন্ডিস ২৭ বলে করেন ২৫ রান। রশিদ খান ও মুজিবুর রহমান ২টি করে উইকেট নেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে আফগানিস্তান সংগ্রহ করে ১৪৪ রান।আফগান উইকেরক্ষক ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ সর্বোচ্চ ২৮ রান করেন। তিনি বল খেলেন ২৪টি। এ ছাড়া উসমান গনি ২৭ বলে ২৭, ইব্রাহিম জারদান ১৮ বলে ২২ ও নজিবুল্লাহ জাদরান করেন ১৬ বলে ১৮ রান।
শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৩ রানে ৩টি উইকেট দখল করেন। এ ছাড়া লাহিরু কুমারা ২ উইকেট নেন।
সুপার টুয়েলভে আগের তিন ম্যাচ খেলে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৯ উইেকেটে জয় পায় শ্রীলঙ্কা। এরপরের দুইটি ম্যাচ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সঙ্গে হেরে যায়। আজকের ম্যাচটি জিতে ৪ মাচে শ্রীলঙ্কার পয়েন্ট হলো ৪। তাদের অবস্থান গ্রুপ-১ এর তৃতীয়স্থানে। এই গ্রুপে নিউজিল্যান্ড ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে প্রথমস্থানে এবং অস্ট্রেলিয়া ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে।
আরএ/