সেমি নিশ্চিতের ম্যাচে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ইংল্যান্ড
তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ওয়ানের টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড। চার ম্যাচে ৫ পয়েন্ট অস্ট্রেলিয়ার অবস্থান দ্বিতীয়। সেখানে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ড।
বিশ্বকাপের সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার (১ অক্টোবর) নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ইংল্যান্ড। এই ম্যাচ জিতলেই সবার আগে সেমিতে চলে যাবে কেন উইলিয়ামসন শিবির। ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
ইংল্যান্ডের বিপক্ষে জিতে এ ম্যাচেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে চায় নিউজিল্যান্ড। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করা মিডল-অর্ডার ব্যাটার গ্লেন ফিলিপস বলেন, ‘সেমিফাইনালে খেলতে হলে আর মাত্র একটি জয় প্রয়োজন আমাদের। ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চাই।’
অন্যদিকে সেমিফাইনালে খেলার আশা ধরে রাখতে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না ইংল্যান্ড। দলের পেসার ক্রিস ওকস বলেন, ‘সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে থাকতে এ ম্যাচে জিততেই হবে আমাদের। হেরে গেলে পরের রাউন্ডে বড় পরীক্ষায় পড়তে হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেরা ক্রিকেট দিয়ে জয় তুলে নেওয়ায় এখন আমাদের একমাত্র লক্ষ্য।’
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২২ বার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। জয়ের পাল্লা ভারী ইংলিশদের, ১২ জয়। ৮ জয় নিউজিল্যান্ডের। ১টি করে ম্যাচ টাই ও পরিত্যক্ত হয়। টাই হওয়া ম্যাচে সুপার ওভারে জিতেছিল ইংল্যান্ড। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড।
এসজি