টি-টোয়েন্টি খুবই ঝুঁকিপূর্ণ খেলা: ফিঞ্চ
আয়ারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে ভালোভাবেই টিকে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। তবুও শতভাগ নির্ভার থাকতে পারছেন না অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। কেননা তার মতে, টি-টোয়েন্টি খুবই ঝুঁকিপূর্ণ খেলা।
সোমবার (৩১ অক্টোবর) ব্রিসবেনের গ্যাবায় অজিরা জিতেছে ৪২ রানে। জয়ের ব্যবধান বড় হলেও আইরিশদের বিপক্ষে সেরা খেলাটা উপহার দিতে পারেনি স্বাগতিকরা। ব্যাটিংয়ে তাদের ত্রাণকর্তা ছিলেন ফিঞ্চ। অধিনায়কের ৬৩ রানের ইনিংসে ভর করে ১৭৯ রানের বড় পুঁজি পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বাকি পথ বোলারদের কাঁধে চেপে পাড়ি দেয় বিশ্বকাপের আয়োজকরা।
ম্যাচ বিশ্লেষণে ফিঞ্চ বলেন, ‘অনেক সহজ কোনো উইকেট ছিল না, এটি আমাদের প্রত্যাশার চেয়ে অনেক ধীরগতির ছিল। তারা (আইরিশরা) তাদের গতিতে সত্যিই খুব ভালো পরিবর্তন এনেছিল এবং ইনিংসের শুরুতে অনেক কাটার বোলিং করেছিল। তাই আমাদের জন্য ছন্দ পাওয়া কঠিন ছিল। তবে আমাদের উপর চাপ ছিল না, কারণ সবার কাছ থেকে অবিশ্বাস্য সমর্থন পেয়েছি।’
পুরস্কার বিতরণীর মঞ্চে ম্যাচ সেরার খেতাব বুঝে নেওয়ার পর অজি দলপতি আরও বলেন, ‘টি-টোয়েন্টি খুবই ঝুঁকিপূর্ণ খেলা। কখনো আপনি মাঝপথ থেকে ছিটকে যান, কখনো (জিততে) পারেন না। আমি যেমন বলেছি, যখন তারা খারাপ বোলিং করেছিল তখন এটা সহজ ছিল এবং কঠিন ছিল যখন তারা বোলিংয়ে ভালো ছিল।’
গ্যাবায় অস্ট্রেলিয়ান বোলারদের বিপক্ষে লড়েছেন কেবল লরক্যান টাকার। তার দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের ক্ষীণ আশা জেগেছিল আইরিশ ভক্তদের মনের কোণে। কিন্তু টাকারকে যোগ্য সঙ্গ দিতে পারেনি কেউই। টাকার ৭১ রানে অপরাজিত থাকলেও আয়ারল্যান্ড ১৩৭ রানে অলআউট হয়ে যায় ১৮.১ ওভারে। তাই আক্ষেপের অন্ত নেই অ্যান্ড্রু বালবির্নির।
ম্যাচ শেষে আইরিশ অধিনায়ক বলেন, ‘আমরা লড়াই করতে পারিনি। আমরা ভালো বোলিং করেছি কিন্তু কিছু ওভার আমাদের পক্ষে যায়নি এবং ব্যাটিংয়ে ভালো শুরু করতে পারিনি। প্রতিপক্ষের সংগ্রহের দিকে তাকিয়ে ভেবেছিলাম এটা আমাদের জন্য অসম্ভব নয়, কিন্তু উইকেটে টাকারকে কেউ সঙ্গ দিতে পারেনি। তিনি সত্যিই একটি ভালো বিশ্বকাপ খেলছেন এবং এখানকার উইকেটগুলো তার জন্য উপযুক্ত।’
এসজি