আইরিশদের হারাল অজিরা
অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে অঘটনের জন্ম দিতে পারল না আয়ারল্যান্ড। আইরিশদের ৪২ রান ব্যবধানে হারিয়েছে অজিরা।
সোমবার (৩১ অক্টোবর) ব্রিসবেনের গ্যাবায় দিনের একমাত্র ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৭৯ রানের সংগ্রহ পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। রান তাড়ায় ১৮.১ ওভারে ১৩৭ রানে গুটিয়ে যায় আইরিশদের ইনিংস।
এই জয়ে বিশ^কাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন তাজা করল অস্ট্রেলিয়া। ৪ ম্যাচে ৫ পয়েন্টে প্রথম গ্রুপের টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। অপরদিকে কঠিন হয়ে গেল আয়ারল্যান্ডের সেমিতে উঠার পথ। টুর্নামেন্টে দ্বিতীয় হারে টেবিলের চারে নেমে গেছে দলটি। ৪ ম্যাচ শেষে তাদের ঝুলিতে জমা পড়েছে ৩ পয়েন্ট।
অস্ট্রেলিয়া ম্যাচে বোলিংয়ে দারুণ ছিলেন আয়ারল্যান্ডের জশ লিটল, ব্যারি ম্যাককার্থি এবং জর্জ ডকরেল। কিন্তু অন্যদের এলোমেলো বোলিংয়ে প্রতিপক্ষকে অল্পতে বেঁধে রাখার সৌভাগ্য হয়নি আইরিশদের। অস্ট্রেলিয়ার পতন হওয়ার পাঁচ উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করেন ম্যাককার্থি (৩/২৯) ও লিটল (২/২১)।
ইনিংসের তৃতীয় ওভারে প্রথম আঘাত হেনেছিলেন ম্যাককার্থি। তিনি আউট করেন ৩ রান করা ডেভিড ওয়ার্নারকে। দলীয় ৬০ রানের দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা। মিচেল মার্শকেও (২৮) শিকার বানান ম্যাককার্থি। ১০ ওভার শেষে ২ উইকেট হারানো অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৭৮ রান।
ইনিংসের বাকি ওভারগুলোতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের খাতায় যোগ হয় আরও ১০১ রান। বড় অবদান ছিল অ্যারন ফিঞ্চের। ম্যাককার্থির তৃতীয় শিকার হওয়ার আগে ৪৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৩ করেন অজি দলপতি। ২৫ বলে ৩৫ রান করা মার্কাস স্টয়নিসকে প্যাভিলিয়নে পাঠান লিটল।
এই আইরিশ পেসারের তোপের মুখে ব্যক্তিগত ১৩ রানেই থামেন বিধ্বংসী ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। শেষ দিকে টিম ডেভিড ও ম্যাথু ওয়েডের ব্যাট থেকে আসে যথাক্রমে ১৫ ও ৭ রান। আইরিশ বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন মার্ক অ্যাডায়ার। ৪ ওভারে ৫৯ রান দেন তিনি।
গ্যারেথ ডেলানি ৩ ওভারে ২৯ এবং ফিওন হ্যান্ড ১ ওভারে ১৫ রান দেন। উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২৪ রান দেন ডকরেল। বেহিসাবি অতিরিক্ত রানও দিয়েছেন আইরিশ বোলাররা। তাদের ইনিংসে ওয়াইড বল ছিল ১৩টি এবং লেগবাই থেকে আসে ২ রান।
এলোমেলো বোলিংয়ের পর ব্যাটিংয়ে আরও ছন্নছাড়া ছিল আয়ারল্যান্ডের ব্যাটাররা। লড়ে গেছেন কেবল লরক্যান টাকার। তিনে ব্যাটিংয়ে নেমে তিনি অপরাজিত ছিলেন ৭১ রানে। উইকেটের অপরপ্রান্তে যাওয়া-আসায় ব্যস্ত ছিল বাকিরা।
অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট পান ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও প্যাট কামিন্স। স্টয়নিস পান ১টি। ম্যাচসেরা হয়েছেন অজি অধিনায়ক ফিঞ্চ।
এমএমএ/