ভারতের দিকে আঙুল তুললেন শোয়েব আখতার
গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট পাকিস্তান এবার বেশ দুর্দশার মধ্যে রয়েছে। সেমিফাইনালে খেলতে পারবে কি না, তা নিয়ে থাকছে সংশয়। সেমিতে যাওয়ার ক্ষেত্রে রয়েছে কিছু সমীকরণ।
এর মধ্যে একটি সমীকরণ ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিততে হবে ভারতকে। কিন্তু সেই কাজটি রবিবার (৩০ অক্টোবর) করতে পারেনি রোহিতরা। হেরেছে লো স্কোরিং ম্যাচে।
ভারতের জয় সেমিতে যেতে সাহায্য করত পাকিস্তানের। কিন্তু হারের কারণে বাবরদের সামনে এখন কঠিন সমীকরণ। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের দিকে আঙুল তুলছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।
তিনি বলেছেন, পাকিস্তানকে শেষ করে দিচ্ছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগে ব্যাট করতে নেমে ৪২ রানে চার টপ অর্ডার ব্যাটারকে হারায় ভারত। তখনই যেন ভারতের পরাজয় দেখছিল অনেকে। তখনই টুইটারে ভিডিও পোস্ট করেন শোয়েব আকতার। যেখানে তিনি বলেন, ‘আমি বলেছিলাম পাকিস্তানের জন্য ভারতের জেতা উচিত। এরা তো পাকিস্তানকে শেষ করে দিচ্ছে। চার ব্যাটার আউট হয়ে গেল! দেখা যাক কী হয়।’
তারপরও ১৩৩ রান নিয়ে লড়াই করেছে ভারত। কিন্তু মারক্রাম ও মিলারের ব্যাটে শেষ পর্যন্ত জয় পায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের এই জয়ে গ্রুপ-২ এ জমে উঠেছে লড়াই।
তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। সমান ম্যাচে ভারতের পয়েন্ট চার। অবস্থান দ্বিতীয়। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশ। তিন ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্টও চার।
অন্যদিকে তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে জিম্বাবুয়ে। সেখান তিন ম্যাচে এক জয় ও দুই হারে দুই পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে পাকিস্তান।
আরএ/