জয়ের সুখস্মৃতি নিয়ে ব্রিসবেন ছাড়বে বাংলাদেশ দল
তিন কাঠির খেলা ক্রিকেটে আছে প্রতি পরতে পরতে উত্তেজনা আর রোমান্স মেশানো। কখনো সেটা খুব ভালোভাবে দৃশ্যমান হয় কখনো তা আড়ালে পড়ে থাকে। সেই আড়াল থেকে আবার যখন দৃশ্যমান হয় তখনই টের পাওয়া যায় তিন কাঠির খেলার সেই রোমান্স আর উত্তেজনা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জিম্বাবুয়ের ম্যাচে ছিল সেরকমই উত্তেজনায় ভরপুর রোমান্স ছড়ানো এক ম্যাচ। এমন ম্যাচের জন্যই ক্রিকেটপ্রেমীরা লোভাতুর দৃষ্টি নিয়ে অপেক্ষা করতে থাকেন।
বাংলাদেশ জিম্বাবুয়ের ম্যাচে যে চিত্রনাট্য রচিত হয়েছে, তা যদি মরহুম হুমায়ূন আহমেদ পেতেন সেটাকে তিনি আরও চমৎকারভাবে জীবন্ত করে ফুটিয়ে তুলতেন। হঠাৎ করে প্রাণ পাওয়া বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচটি দর্শকরা ব্রিসবেনের গ্যাবা স্টেডিয়াম ছেড়েছেন তৃপ্তি ঢেকুর নিয়ে, আর টিভির কল্যাণে কোটি কোটি ক্রিকেটপ্রেমীরা উপভোগ করেছেন প্রাণ ভরে।
এই একটি ম্যাচই টি-টোয়েন্টি আসরের অনেক কিছুরই পরিবর্তন করে দিয়েছে। ধুকতে থাকা বাংলাদেশ দল এখন সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছে। যেমনটি জিম্বাবুয়েও দেখতে শুরু করেছে পাকিস্তানকে এক রানে হারানোর পর।
সিডনি থেকে বাংলাদেশ দল যখন ব্রিসবেনে এসেছিল, তখন পেছনে ছিল দক্ষিণ আফ্রিকার কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের ব্যবধানে সবচেয়ে বড় হারের দুঃস্মৃতি। হেরেছিল ১০৪ রানে। আজ যখন সেই ব্রিসবেন ছাড়ছে বাংলাদেশ দল, সেখানে বইছে আলোর ঝর্ণাধারা।
অস্ট্রেলিয়ার সময় বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ দল ব্রিসবেন ছাড়বে আ্যডিলেডের উদ্দেশে। তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৪। সমান ম্যাচে ভারতেরও ৪ পয়েন্ট। নেট রান রেটে ভারত দুইয়ে, বাংলাদেশ তিনে। ৫ পয়েন্ট নিয়ে বি গ্রুপে সবার শীর্ষে দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ের পয়েন্ট ৩। এই চার দলই সমানভাবে শামিল আছে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে। বাংলাদেশ আগের তিনটি ম্যাচ তিনটি ভেনুতে খেললেও শেষ দুটি ম্যাচ খেলবে আ্যডিলেডে। ২ তারিখ ভারতের বিপক্ষে ও ৬ তারিখ পাকিস্তানের বিপক্ষে। দুই পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে এই লড়াইয়ে তবে তাদের পরে আর কোনো ম্যাচ হারা চলবে না জিততেই হবে, তারপর পয়েন্ট টেবিলে অন্য দলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে।
আরএ/