ফাইনালের স্বপ্ন দেখছে পাকিস্তান!
বিশ্বকাপের সেমিফাইনালে থাকবে পাকিস্তান? হ্যাঁ, বলতে গেলে মেলাতে হবে অনেক সমীকরণ। এতটুকু বলায় যায়, সবার আগে পাকিস্তানকে জিততে হবে তাদের সবশেষ দুই ম্যাচ। এরপর দোয়া করতে হবে কিছু দলের হারের জন্য। এমন কঠিন পরিস্থিতিতে সেমিফাইনাল ছাপিয়ে ফাইনাল খেলার স্বপ্ন দেখছে পাকিস্তান!
অস্ট্রেলিয়ায় আইসিসি ইভেন্টে পাকিস্তান জয়ের খাতা খুলেছে নেদারল্যান্ডসকে হারিয়ে। রবিবার (৩০ অক্টোবর) পার্থ স্টেডিয়ামে প্রতিপক্ষকে মাত্র ৯১ রানে গুটিয়ে দেয় পাকিস্তান। রান তাড়ায় ৪ উইকেটে হারালেও জয় তুলে নেয় ১৩.৫ ওভারে। ম্যাচসেরা হয়েছেন ৩ উইকেট শিকার করা শাদাব খান।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধিত্ব করেন শাদাব। তার কাছে প্রশ্ন ছিল পাকিস্তান সেমি খেলার প্রসঙ্গে কতটা আশাবাদী? জবাবে এই লেগস্পিনার বলেন, ‘দেখুন, যেটা (গ্রুপের অন্য দলগুলোর ম্যাচের ফল) আমাদের হাতে নেই তা নিয়ে চিন্তার করা কিছু নেই। যেটা হাতে আছে তা নিয়ে ভাবতে হবে।’
শাদাব যোগ করেন, ‘শুধু সেমিফাইনাল নয়, আমাদের সামনে যা থাকবে, সব জেতার চেষ্টা করব। যদি আমাদের ভাগ্যে থাকে, তাহলে আমরা ফাইনাল খেলেই যাব। আজকের দিনটা আমাদের জন্য বড় ধরে এগিয়ে যেতে চাই আমরা। সামনে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে ম্যাচ আছে। জেতার চেষ্টা করব।’
এর আগে পুরস্কার বিতরণী মঞ্চে নিজের পারফরম্যান্স বিশ্লেষণে পাকিস্তানি স্পিনার বলেছিলেন, ‘আমি শুধু স্টাম্পে বোলিং করার চেষ্টা করেছি। এটাই ছিল আমার পরিকল্পনা। আমি কাউন্টি ক্রিকেটে তাদের কয়েকজন খেলোয়াড়ের বিপক্ষে বোলিং করেছি, তাই জানি যে তারা কীভাবে খেলে।’
এক ইসঙ্গে সতীর্থদের প্রশংসায় মাতেন শাদাব, ‘আমাদের সব বোলারই ভালো বোলিং করেছে। পেসাররা পাওয়ার প্লেতে চাপ সৃষ্টি করে এবং সেই চাপের কারণেই আমি উইকেট পেয়েছিলাম। আমরা আগের কয়েকটি ম্যাচে ভালোভাবে খেলা শেষ করতে পারিনি, কিন্তু আজ তা করতে পেরেছি।’
এদিকে অধিনায়ক বাবর আজম তাকিয়ে আছেন পরের দুই ম্যাচে, ‘(ডাচদের বিপক্ষে) বোলিং এবং ব্যাটিংয়ে ভালো পারফর্ম করেছি। প্রত্যেকে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। রান তাড়াটা এর চাইতেও ভালো হতে পারত। তবে যেকোনো জয় সবসময় আত্মবিশ্বাস যোগায়। পরের ম্যাচগুলো জয়ের জন্য আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
অন্যদিকে দলের হারের পর ডাচ দলপতি স্কট এডওয়ার্ডস বলেন, ‘প্রথমে ব্যাট করাটা সঠিক সিদ্ধান্ত ছিল। আমরা ভেবেছিলাম ভালো পুঁজি পেয়ে বোলারদের লড়াইয়ের সুযোগ দেব। আজকের দিনটা যথেষ্ট ভালো ছিল না। আমরা কোনো জুটি গড়তে পারিনি। বোলাররা তাদের প্রচেষ্টা দেখিয়েছে। কিন্তু ৯০ রান (মূলত ৯১ রান) কখনোই যথেষ্ট নয়।’
এসজি