জয়াবর্ধনের পর বিশ্বকাপে কোহলির এক হাজার রান
মাহেলা জয়াবর্ধনেকে ছাপিয়ে নতুন রেকর্ড গড়তে দরকার ছিল মাত্র ২৮ রানের। বিরাট কোহলির জন্য এটা খুব কঠিন ছিল না। কারণ বিশ্বকাপের আগের দুটি ম্যাচেই তিনি করেছিলেন দারুণ ফিফটি।
কিন্তু আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে করেছেন মাত্র ১২ রান। নতুন রেকর্ডের জন্য অপেক্ষায় থাকতে হলো কোহলি ভক্তদের। তবে ১২ রানের ইনিংসে ঠিকই নতুন মাইলফলকে পৌঁছেছেন কোহলি। শ্রীলঙ্কার জয়াবর্ধনের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক হাজার রান পূর্ণ করেছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনের। ৩১ ম্যাচে তার মোট রান ১ হাজার ১৬। ২৪ ম্যাচে কোহলির মোট রান এখন ১ হাজার ১। সর্বোচ্চ ৮৯ রানে অপরাজিত। ফিফটি রয়েছে ১২টি।
অন্যদিকে সাবেক লঙ্কান ব্যাটার মাহেলা জয়াবর্ধনের ৩১ ইনিংসে ছিল একটি সেঞ্চুরি ও ছয়টি হাফ সেঞ্চুরি। মাহেলার রানের গড় ৩৯.০৭ হলেও কোহলিরটা ঈর্ষণীয়। বিরাটের ব্যাটিং গড় ৮৩.৪১। স্ট্রাইক রেট ১৩১.৭১। বিশ্বকাপে হাজার রান করা ক্রিকেটার এখন জয়াবর্ধনে ও কোহলি। তৃতীয় স্থানে আছেন উইন্ডিজের ক্রিস গেইল। ৩৩ ম্যাচে তার রান ৯৬৫।
এসজি