বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের টুকিটাকি
ডিপিএস এসটিএস স্কুলের প্রশংসনীয় উদ্যোগ
ঢাকার উত্তরার ডিপিএস এসটিএস স্কুলের দুইটি শাখার প্রায় ৪৫ জন ছাত্র-ছাত্রী টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা দেখতে অস্ট্রেলিয়া এসেছেন। সঙ্গে অভিভাবক ও শিক্ষক মিলে বহর ৬০ জনের। ছাত্র-ছাত্রীরা সবাই উৎসাহ নিয়ে ব্রিসবেনের গ্যাবায় খেলা দেখেতে এসেছেন। এক অভিভাবক জানালেন প্রায় এক মাস আগে স্কুল থেকে তাদের জানানো হয়েছিল এ বিষয়ে। তারপর যারা যারা যোগাযোগ করেছেন তারা এসেছেন। অনেক অভিভাবকও এসেছেন। স্কুলের এমন উদ্যোগকে তিনি প্রশংসনীয় বলে জানান। টিকিট থেকে শুরু করে ভিসা প্রসেসিং সব কিছুই স্কুল থেকে করানো হয়েছে বলে জানান তিনি।
শান্তর প্রথম
শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপে নয়, নিজের ক্যারিয়ারেও প্রথম হাফ সেঞ্চুরি করেছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। ৪৫ বলে তুলে নেন ফিফটি। পরে ৫৫ বলে ১ ছক্কা ও ৭ বাউন্ডারিতে ৭১ রান করে সিকান্দার রাজার বলে আরভিনের হাতে ধার পড়ে বিদায় নেন।
এবারে আসরে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের এটি ছিল প্রথম হাফ সেঞ্চুরি আর টি-টোয়েন্টি বিশ্বকাপে সব মিলিয়ে বাংলাদেশের হয়ে ছিল ১৫তম হাফ সেঞ্চুরি। তবে তার ৭১ রানের ইনিংস আবার যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ।
আবারও তাসকিনের প্রথম ওভারে উইকেট
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাসকিন আহমেদ প্রথম ওভারে উইকেট নেওয়ার ধারাবাহিকতা ধরে রেখেছেন। প্রথম ২ ম্যাচের পর আজ জিম্বাবুয়ের বিপক্ষেও তিনি প্রথম ওভারে উইকেট তুলে নেন।
তাসকিন তৃতীয় বলে ওয়েসলি মাধেভারেকে আউট করেন। এর আগে তিনি প্রথম ম্যাচে হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ইনিংসের প্রথম ২ বলে তিনি উইকেট পেয়েছিলেন ভিক্রমজিৎ সিং ও বাস ডি লিডকে আউট করে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভারের শেষ বলে অধিনায়ক টেম্বা বাভুমাকে আউট করেছিলেন।
মোস্তাফিজের জোড়া আঘাত
সময়টা বেশ বাজেই যাচ্ছিল মোস্তাফিজের। উইকেটও পাচ্ছিলেন না, আবার রানও নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ ১০৪ রানে হারলেও মোস্তাফিজের বোলিং ছিল চোখে পড়ার মতো। ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়েছিলেন। যদিও পাননি কোনো উইকেট।
সেই মোস্তাফিজ আজ জিম্বাবুয়ের বিপক্ষে হানেন জোড়া আঘাত।পাওয়ার প্লের শেষ ওভারে তিনি প্রথম বল হাতে নিয়েই দ্বিতীয় ও পঞ্চম বলে তুলে নেন উইকেট। তার শিকার ছিলেন মিল্টন সোম্বা ও সিকান্দার রাজা।
সিকান্দার রাজার টানা দ্বিতীয় শূন্য
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন সিকান্দার রাজা। প্রথম রাউন্ড থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি দুইটি ম্যচে ম্যাচ সেরা হয়েছেন। এর আগে বাংলাদেশকে হারানো সিরিজে তিনি হয়েছিলেন আসর সেরা। আজ বাংলাদেশের বিপক্ষে তিনি ছিলেন আতঙ্ক। বল হাতে ৪ ওভারে ৩৫ রান দিয়ে নেন ১ উইকেট। কিন্তু ব্যাট হাতে কোনো রান করতে পারেননি। ২ বল খেলে তাসকিনের বলে আফিফের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরে যান। এর আগে হারারেতে সিরিজ নির্ধারণী ম্যাচেও তিনি কোনো রান করতে পারেননি।
এমপি/আরএ/