টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ব্রিসবেনবাসীর জন্য চমৎকার দিন। তাপমাত্রা ৩০ ডিগ্রি। আজ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের খেলা। প্রতিপক্ষ প্রবাসী বাংলাদেশিদের জন্য পছন্দের নয়। তাদের চাওয়া ছিল ভারত-পাকিস্তানের মতো দল। সেখানে আফসোস থাকলেও সেটিকে অন্তরে চাপা দিয়ে লাল-সবুজের খেলা দেখার জন্য দিনটির জন্য সবাই আলাদা প্রস্তুতি নিয়ে রেখেছেন। দিনটি আবার সাপ্তাহিক বন্ধের দিন রবিবার।
সকালে ঘুম থেকে উঠেই রোদ মাখা আবাহাওয়া দেখে প্রবাসীরা বেজায় খুশি। ফোন করে এমন দিনটির কথা একে অপরকে জানাচ্ছেন। কে কখন মাঠে যাবেন, কোথায় সবাই মিলিত হচ্ছেন তা জেনে নিচ্ছেন। বাংলাদেশ দলও মাঠে চলে আসে স্থানীয় সময় সাড়ে ১০টায়। এমন সুখময় বার্তা দিয়ে দিনটি শুরু। কিন্তু দিনটি কী শেষ পর্যন্ত সুখের রেনু ছড়িয়ে শেষ হতে পারবে? এমন প্রশ্নকে সামনে রেখে বাংলাদেশ দল টস করতে নামে। টস জিতে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। এ ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন করা হয়েছে। আগের ম্যাচে ইয়াসির আলীর পরিবর্তে মেহেদী হাসান মিরাজে দলে জায়গা পেলেও এবার তাকে বাদ দেওয়া হয়েছে। পুনরায় ইয়াসির আলী একাদশে ঠাঁই পেয়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের এটি প্রথম সাক্ষাৎ। আগের সাতবার পরস্পরের বিপক্ষে খেলার সুযোগ হয়নি। বাংলাদেশ-জিম্বাবুয়ে এখন পর্যন্ত সব মিলিয়ে ১৯ ম্যাচ খেলেছে। বাংলাদেশ ১২টিতে, জিম্বাবুয়ে ৭টিতে জয় পেয়েছে। সর্বশেষ দুই দলের মোকাবিলাতে জিম্বাবুয়ে নিজেদের মাটিতে ৩ ম্যাচের সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে।
এবারের আসরেও দুই দলের এটি তৃতীয় ম্যাচ। বাংলাদেশ নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে আসর শুরু করলেও পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০৪ রানে হার মেনেছিল। অপরদিকে জিম্বাবুয়ে আছে সেমিতে যাওয়ার লড়াইয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণ ১ পয়েন্ট পেয়েছে। পরের ম্যাচে তারা পাকিস্তানকে টানটান উত্তেজনার পর মাত্র ১ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে অবস্থান করছে। তাদের পয়েন্ট দুই ম্যাচে ৩।
ব্রিসবেনে আজকের ম্যাচের আগে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ম্যাচে দুই দলের রানই এখন পর্যন্ত সর্বোচ্চ ও আর সর্বনিম্ন হয়ে আছে। অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ৩ উইকেটে ২০৩ রান করেছিল। জবাবে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছিল মাত্র ১১৪ রানে।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ
ওয়েসলি মাধভেরে, ক্রেগ আরভিন (অধিনায়ক), মিল্টন শুম্বা, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেজিস চাকাবভা (উইকেটরক্ষক), রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ব্র্যাড ইভানস, রিচার্ড এনগারাভা ও মুজারাবানি।
এমপি/আরএ/