পাকিস্তানের টিকে থাকার লড়াইয়ে প্রতিপক্ষ নেদারল্যান্ডস
টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের মূল পর্বে এখনো জয়ের খাতা খুলতে পারেনি পাকিস্তান। টুর্নামেন্ট শুরু করেছে চিরশত্রু ভারতের কাছে হেরে। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে অঘটনের শিকার। দুই ম্যাচের দুটোতেই হারায় বিদায় শঙ্কা উঁকি দিয়েছে পাকিস্তান শিবিরে। বলা যায়, সুপার-টুয়েলভের দ্বিতীয় গ্রুপে বাবর আজমদের শেষ তিন ম্যাচের প্রত্যেকটি তাদের জন্য টিকে লড়াই। এরই একটিতে আগামীকাল রবিবার পাকিস্তানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
পার্থ স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১টায় মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের তলানীর দুই দল। সমান দুই ম্যাচ শেষে দুই দলেরই অর্জনের খাতা শূন্য। নেট রান রেটে পিছিয়ে থেকে সবার নিচে নেদারল্যান্ডস। বিশ্বকাপের মূল পর্বে ভিন্ন দুই ভেন্যুতে ডাচদের পরাজয়ের স্বাদ দিয়েছে বাংলাদেশ আর ভারত। এবার আরেকটি নতুন ভেন্যুতে এশিয়ার আরও একটি দলের চ্যালেঞ্জ সামলাতে হবে স্কট এডওয়ার্ডসদের।
টি-টোয়েন্টিতে কাল দ্বিতীয়বার মুখোমুখি হবে পাকিস্তান-নেদারল্যান্ডস। একই মঞ্চে প্রথমবার দেখা হয়েছিল দুই দলের। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে পাত্তাই পায়নি ডাচরা। প্রতিপক্ষের ১৭৫ রানের সংগ্রহ টপকাতে গিয়ে গুটিয়ে যায় মোটে ৯৩ রানে। ক্রিকেটে পাকিস্তানকে হারানোর রেকর্ডও নেই নেদারল্যান্ডসের। হেরেছে ৬ ওয়ানডের সবকটি।
শুধু অতীত পরিসংখ্যান নয়, শক্তি-সার্মথ্যেও বাবরদের ধারে কাছে নেই এডওয়ার্ডসরা। কিন্তু ফরম্যাটটা যেহেতু টি-টোয়েন্টি তাই আশায় বুক বেধেছে ডাচরা।
নেদারল্যান্ডসের প্রধান কোচ রায়ান কুক বলেছেন, ‘আমি মনে করি প্রতিটি দল তাদের খেলা ম্যাচ জিততে চায়। আর আমরা স্পষ্টই দেখেছি যে পাকিস্তান দলও পরাজিত হতে পারে।’
কুকের দৃঢ় বিশ্বাস, ‘পাকিস্তানি ব্যাটারদের চমকে দেওয়ার সক্ষমতা আছে তার দলের পেসারদের। আমাদের বোলিং আক্রমণভাগ ভালোভাবে জ্বলে উঠছে। আশা করছি পাকিস্তানের ব্যাটিং অর্ডারের বিপক্ষেও পারবে।’
এমনকি প্রতিপক্ষের পেসারদের সামাল দেওয়ার বিষয়ে আশাবাদী ডাচ কোচ। তিনি বলেন, ‘পাকিস্তানি বোলারদের অনেক পেস আছে। পূর্বে আমরা তাদের মুখোমুখি হয়েছি। তাই জানা আছে তারা আমাদের দিকে কী ছুঁড়ে দিবে।’
কুক যতটা আত্মবিশ্বাসী ততটাই সতর্ক হারিস রউফ। পাকিস্তানি পেসার বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলকেই দুর্বল হিসেবে দেখার সুযোগ নেই। বৈশ্বিক আসরে প্রতিটি দলকেই সম্মান করতে হবে। তারা সবাই এখানে জিততে এসেছে। সবার বিপক্ষেই নিজেদের শতভাগ দিয়ে খেলতে হবে। ওই দিন জিম্বাবুয়ে ভালো খেলেছে এবং আমাদের বিপক্ষে জিতেছে।’
এসআইএইচ