মাটিতেই পা রাখছেন জিম্বাবুইয়ান অধিনায়ক
পাকিস্তানকে হারানোর সুখকর স্মৃতি আগলে মাঠে নামার অপেক্ষায় জিম্বাবুয়ে। তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার কাছে নাস্তানাবুদ হওয়া বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্সে জিম্বাবুয়ে এগিয়ে থাকলেও অতীত পরিসংখ্যানে সেরা বাংলাদেশ। তাই রবিবার (৩০ অক্টোবর) ব্রিসবেনের গ্যাবায় টাইগারদের মুখোমুখি হওয়ার আগে মাটিতেই পা রাখছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন।
সুপার টুয়েলভে বড় দুই পরীক্ষা দেওয়া শেষ জিম্বাবুয়ের। নেই হার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টির আশীর্বাদে বড় বাঁচা বেঁচেছে তারা। পরিত্যক্ত হওয়া ম্যাচ থেকে পেয়েছে এক পয়েন্ট। এরপর পাকিস্তানের বিপক্ষে ১ রানের শ্বাসরুদ্ধকর জয়। কঠিন ২ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় গ্রুপ টেবিলে তৃতীয় স্থানে আছে জিম্বাবুইয়ানরা। দেখছে সেমিফাইনাল খেলার স্বপ্ন।
বিশ্বকাপের জিম্বাবুয়ের পরের তিন ম্যাচ যথাক্রমে বাংলাদেশ, নেদারল্যান্ডস এবং ভারতের বিপক্ষে। শেষটায় যেহেতু অগ্নিপরীক্ষা অপেক্ষা করছে, তাই নিজেদের তৃতীয় ও চতুর্থ ম্যাচকে পাখির চোখ বানিয়েছেন আরভিন। ভারতের মুখোমুখি হওয়ার আগে এই দুই ম্যাচে জিততে চান জিম্বাবুয়ে অধিনায়ক। এরপর আরও একবার ভাগ্যের ছোঁয়ার আশায় তিনি।
শনিবার (২৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে আরভিনের ভাষ্য ছিল ঠিক এমন, ‘দেখুন, আমাদের সেমিফাইনালে যাওয়ার বড় সুযোগ আছে। এজন্য আমাদের বাংলাদেশের বিপক্ষে জিততে হবে এবং নেদারল্যান্ডসকেও হারাতে হবে। তারপর ভারতের বিপক্ষে আমাদের শেষ ম্যাচ। তা ছাড়া কিছু অন্য ম্যাচের ফলের উপর নির্ভর করতে হবে।’
তবে আপাতত কালকের ম্যাচে তাকিয়ে আরভিন, ‘আমি মনে করি, আমরা সম্ভবত আগামীকালের দিকে তাকিয়ে আছি। আগামীকালের খেলায় মনোনিবেশ করার চেষ্টা
করছি। ভালো একটি পারফরম্যান্স করার চেষ্টা করছি। তারপর আমরা নেদারল্যান্ডসের দিকে তাকাতে পারি এবং সেখান থেকে আমরা আমাদের এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে পারি।’
জিম্বাবুয়ে অধিনায়ক যোগ করেন, ‘আমরা জানি যে বাংলাদেশ মানসম্পন্ন একটি দল। তাই অব্যশই আমাদের ভালোমানের খেলা খেলতে হবে। ছেলেরা স্পষ্টই সেরা ছন্দে আছে। পাকিস্তানের বিপক্ষে জয়ে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি, কিন্তু আমরা জানি যে এই ফরম্যাটটা কতটা নাজুক এবং কত দ্রুত এটি ঘুরে যেতে পারে।’
এসজি