বৃষ্টি নিয়ে ত্যক্ত-বিরক্ত বাটলার
তিন ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট তিন। বৃষ্টি বাগড়া না দিলে পয়েন্ট আরও বাড়তে পারত। বিশ্বকাপের সেমিতে যাওয়ার রাস্তাটা এখন কঠিনই ইংলিশদের জন্য। ফলে চলমান বিশ্বকাপে বৃষ্টি নিয়ে বিরক্তই ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার। এর দায়টা অবশ্য তিনি চাপিয়েছেন আয়োজক অস্ট্রেলিয়ার ঘাড়েই।
আফগানিস্তানের সঙ্গে জয় দিয়ে সুপার টুয়েলভ শুরু ইংল্যান্ডের। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের কাছে ৫ রানে হার। তৃতীয় ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে, বৃষ্টির কারণে পরিত্যক্ত।
দুটি ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট খোয়া যাওয়ায় ইংলিশ অধিনায়ক জস বাটলার প্রশ্ন তুলেছেন আয়োজক দেশের ভেন্যু নির্বাচন নিয়ে। তিনি বলেন, ‘আমি তো আবহাওয়া বিশেষজ্ঞ নই। আমরা শুধু চাই পুরো ম্যাচ খেলতে। এটা তাদের (অস্ট্রেলিয়া) ভাবা উচিত ছিল। কখন, কোথায় বৃষ্টি হবে সেটা তাদের জানা। তাহলে সেই অনুযায়ী সূচি করতে হতো।’
তিনি আরও বলেন, ‘আমরা খোলা মাঠে খেলি। তাই ঝড়-বৃষ্টির উপর অনেক কিছু নির্ভর করে। এগুলো খেলার ফলাফল বদলে দিতে পারে। কিন্তু সেই বিষয়ে আমাদের কিছু করার নেই।’
সেমিতে যেতে হলে ইংল্যান্ডের বাকি দুই ম্যাচ জিততে হবে। মাথায় রাখতে হচ্ছে বৃষ্টির কথাও। বাটলার বলেন, ‘এক ম্যাচ বৃষ্টির জন্য হেরেছি। এক ম্যাচে পয়েন্ট নষ্ট হয়েছে। এই পরিস্থিতিতে বাকি দুটো ম্যাচেই আমাদের জিততে হবে।’
এসজি