সাকিবকে পেছনে ফেলে শীর্ষে সাউদি
বিশ্বকাপের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। গত ২২ অক্টোবর সাকিবকে পেছনে ফেলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি।
এর ঠিক পাঁচদিন পর গত ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি উইকেট নিয়ে সাউদিকে স্পর্শ করেন সাকিব। আজ লঙ্কানদের বিরুদ্ধে এক উইকেট নিয়ে আবার শীর্ষে চলে গেছেন সাউদি। সব মিলিয়ে দুজনের লড়াইটা চলছে বেশ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৫ উইকেট নিয়ে যৌথভাবে এই তালিকার শীর্ষে ছিলেন সাকিব ও সাউদি। আজ সিডনিতে শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কার সাজঘরে ফিরিয়ে সাকিবকে ছাপিয়ে যান সাউদি। তার উইকেট সংখ্যা এখন ১২৬টি।
আগামীকাল রবিবার সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ সেখানে জিম্বাবুয়ে। এই ম্যাচে এক উইকেট পেলে সাউদিকে স্পর্শ করবেন সাকিব। দুটি উইকেট পেলে আবার শীর্ষে চলে যাবেন বাংলাদেশের তারকা এই অলরাউন্ডার।
টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি
টিম সাউদি-১২৬
সাকিব আল হাসান-১২৫
রশিদ খান-১১৯
লাসিথ মালিঙ্গা-১০৭
ইশ সোধি-১০৬
এমপি/আরএ/