শ্রীলঙ্কাকে ১৬৮ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড
চলতি বিশ্বকাপের গ্রুপ-১ এর অন্যতম শক্তিশালী দুই দল শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। নিজেদের তৃতীয় ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ মুখোমুখি হয়েছে দল দুটি। এ ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড সংগ্রহ করে ১৬৭ রান। নিউজিল্যান্ড ব্যাটার গ্লেন ফিলিপস করেন ১০৪ রান। তিনি বলে খেলেন ৬৪টি।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে উইলিয়ামসনের দল। দলীয় ৭ রানে ২ ওপেনারকে হারানোর পর ৮ রানের ব্যবধানে অধিনায়কের উইকেট হারায় ব্ল্যাক ক্যাপসরা। চাপে পড়া দলটিকে এরপর পথ দেখিয়েছেন গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল। চতুর্থ উইকেটে দুজন মিলে গড়েছেন ৮৪ রানের জুটি।
২৪ বলে ২২ রান করে মিচেল ফিরলেও রানের চাকা থামতে দেননি ফিলিপস। ওপর প্রান্ত থেকে অবশ্য সঙ্গ দিতে পারেননি কেউই। ৪ ছয় ও ১০ চারে ১০৪ রানে করে শেষ ওভারে আউট হয়ে ফেরেন ফিলিপস। শেষ পর্যন্ত ১৬৭ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস।
প্রথম ইনিংসে লঙ্কানদের সেরা বোলার রাজিথা। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৩ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। একটি করে উইকেট পেয়েছেন ধনঞ্জয়া, থিকশানা, লাহিরু কুমারা ও হাসারাঙ্গা।
আরএ/