দলের মনোবল এখনো অটুট: শ্রীধরন
জয় দিয়ে যদি যাত্রা শুরু হয়, সে বিবেচনায় নেদারল্যান্ডসের বিপক্ষে জয় ছিল তারই নির্দেশিকা। কিন্তু সে জয়ে স্বস্তি থাকলেও তৃপ্তি ছিল না। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দাঁড়াতেই পারেনি। ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের ব্যবধানে সবচেয়ে বড় হারের নোনা স্বাদ গ্রহণ করে। এমন হারের পরও দলের খেলোয়াড়দের মনোবল খুব ভালো বলে জানিয়েছেন দলের টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরাম।
শনিবার (২৯ অক্টোবর) ব্রিসবেনেরগ্যাবা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার মনে হয় মনোবল খুব ভালো। গত ম্যাচে সেদিন দক্ষিণ আফ্রিকা সত্যিই ভালো খেলেছে। তারা খুব শক্তিশালী দল। তিন নম্বরে থাকা রোশো অসাধারণ খেলেছেন। ডি ককও ভালো খেলেছেন। তাদের এ রকম ইনিংস থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই ভালো মনোবল নিয়ে বাংলাদেশ দল আগামীকাল ৩০ অক্টোবর রবিবার নিজেদের ফিরে পেতে শুরু করা জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।
শ্রীরাম মনে করেন মনোবল ঠিক থাকাতে জিম্বাবুয়ের বিপক্ষে জিততে পারলে তা আসরের বাকি দুইটি ম্যাচেও ভালো করার অনুপ্রেরণা যোগাবে। পয়েন্ট টেবিলে বাংলাদেশ আছে দুইয়ে। কিন্তু শ্রীরাম পয়েন্ট টেবিলের দিকে তাকাচ্ছেন না। খুব বেশি সামনের কথা ভাবতে চান না। একটি একটি করে ম্যাচ ধরে এগুতে চান।
তিনি বলেন, ‘যা ঘটেছে তা নিয়ে ভাবছি না। আমরা পয়েন্ট তালিকার দিকে তাকাচ্ছি না। আমাদের স্থির থাকতে হবে। নিজেদের পরিকল্পনা সমন্ধে ধারণা থাকতে হবে পরিষ্কার। ম্যাচের দিন শুধু ম্যাচ নিয়েই ভাববো। আসরে খেলতে আবেগকে প্রশয় দিয়ে পারবেন না। একটি দিন বাজে যেতেই পারে। তারপরও কিন্তু ঘুরে দাঁড়াতে হয়। আমরা বড় ব্যবধানে জয়ী-পরাজিত হই, খেলা শেষে কিন্তু এর কোনো মূল্য নেই। কারণ পরের দিন আপনাকে আবার নতুন করে অনুশীলন করতে হবে। পরিকল্পনা করতে হবে। তাই আমরা আগের ম্যাচের বড় হার নিয়ে খুব একটা ভাবছি না। সব আগের মতোই আছে।
এমপি/আরএ/