বৃষ্টির রসিকতায় হতাশ বালবির্নি
এক বৃষ্টি আশীর্বাদ বয়ে এনেছে আয়ারল্যান্ডের জন্য। আরেক বৃষ্টি হলো দুর্ভাগ্যের কারণ। বেরসিক বৃষ্টির এমন রসিকতায় হতাশ অ্যান্ড্রু বালবির্নি।
বিশ্বকাপের মঞ্চে গত বুধবার ইংল্যান্ডকে একরাশ হতাশা উপহার দিয়েছে আইরিশরা। বৃষ্টি আইনে বালবির্নিরা জিতেছিলেন ৫ রানের ব্যবধানে। ওই ম্যাচে ১৯.২ ওভারে ১৫৭ রান করেছিল তারা। রান তাড়ায় ইংলিশরা ১৪.৩ ওভারে ৫ উইকেটে ১০৫ রান করতেই শুরু হয় বৃষ্টি। ভারী বর্ষণে জয়ী ঘোষণা করা হয়েছিল আয়ারল্যান্ডকে।
ওই জয়ের পর শুক্রবার (২৮ অক্টোবর) একই ভেন্যুতে আফগানিস্তান ম্যাচ নিয়ে বড় স্বপ্ন দেখেছিলেন বালবির্নিরা। কিন্তু লড়াইয়ের সুযোগ পায়নি দুই দল। বৃষ্টির বাগড়ায় মাঠে টসও হয়নি। এতে আক্ষেপ ঝরল বালবির্নির কণ্ঠ থেকে, ‘খুবই হতাশাজনক। আমরা অন্য রাতে (ইংল্যান্ডের বিপক্ষে) সত্যিই ভালো ক্রিকেট খেলেছিলাম এবং আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটির অপেক্ষায় ছিলাম।’
আইরিশ অধিনায়ক যোগ করেন, ‘আমরা ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর এটা নিয়ে অনেক কথা বলেছি, সেই পারফরম্যান্সের ব্যাকআপ নিয়ে এবং এখানে (মেলবোর্নে) এসে কিছু ভালো ক্রিকেট খেলার বিষয়ে। দুর্ভাগ্যবশত আমরা আজ (শুক্রবার) কী করতে পারতাম তা দেখাতে পারিনি।’
আয়ারল্যান্ডের পরের ম্যাচ ব্রিসবেনের গ্যাবায়। সোমবার স্বাগতিক এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দলটি। তার আগে আফগান ম্যাচ জিতে সেমিফাইনালে উঠার পথটা আরেকটু মসৃণ করতে চেয়েছিল আইরিশরা। এমনটা স্পষ্ট ছিল বালবির্নির বক্তব্যে, ‘যদি এটা আমাদের পক্ষে আসত আমরা পরের রাউন্ডে যাওয়ার অনেক আশা নিয়ে (সোমবার অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে) ব্রিসবেন যেতে পারতাম।’
এসজি