সেমিতে যেতে পারবে পাকিস্তান, সমীকরণ কী বলে?
গত বিশ্বকাপে দাপটের সঙ্গে সেমিফাইনালে উঠেও ফাইনালে যেতে পারেনি পাকিস্তান। এবার সেমিতে যাওয়ায় দুষ্কর বাবর আজমদের।
প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে ৪ উইকেটে হার। দ্বিতীয় ম্যাচেই অঘটন। মাত্র ১৩১ রানের টার্গেট ছুঁতে পারেনি তারা। ১ রানের হার জিম্বাবুয়ের সঙ্গে। টানা দুই হারে বিশ্বকাপের সেমিফাইনালের রাস্তাটা অনেক কঠিন হয়ে গেছে পাকিস্তানের।
এখন বাকি তিন ম্যাচে শুধু বড় ব্যবধানে জিতলেই হবে না পাকিস্তানের। তাকিয়ে থাকতে হবে গ্রুপ টুয়ের অন্য ম্যাচগুলোর দিকেও। সেমিতে কীভাবে যেতে পারে পাকিস্তান? দেখে নেয়া যাক।
পাকিস্তানের খেলা বাকি তিনটি। প্রতিপক্ষ যেখানে নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। তিনটি ম্যাচই বড় ব্যবধানে জিততে হবে বাবর আজমদের। পাশাপাশি গ্রুপের বাকি দলগুলোর মধ্যে অন্তত তিনটি দলকে দুটি করে ম্যাচে হারতে হবে।
সেমিতে যাওয়ার ক্ষেত্রে পাকিস্তানের বড় বাধা দক্ষিণ আফ্রিকা। এ ক্ষেত্রে পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে ভারতের দিকে। পাকিস্তানকে শেষ চারে যেতে হলে আগামী রবিবার (৩০ অক্টোবর) দক্ষিণ আফ্রিকাকে হারতেই হবে ভারতের কাছে। এরপর পাকিস্তান যদি নিজেদের সব ম্যাচ জেতে তাহলে তাদের পয়েন্ট হবে ৬। দক্ষিণ আফ্রিকা শেষ করবে ৫ পয়েন্ট নিয়ে।
গ্রুপ টুয়ে সেমিতে যাওয়ার সুযোগ আছে জিম্বাবুয়েরও। তাদেরও ম্যাচ বাকি তিনটি। এর মধ্যে জিম্বাবুয়ে দুটি ম্যাচ হারলে সেমিতে ৬ পয়েন্ট নিয়ে যাবে পাকিস্তান। পাকিস্তানের সেমির রাস্তা সুগম করতে পারে বাংলাদেশও। সে ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের কাছে হারতে হবে টাইগারদের, জিততে হবে জিম্বাবুয়ের বিরুদ্ধে। এতসব যদি কিন্তুর বাধার দেয়াল টপকে সেমিতে যেতে পারবে পাকিস্তান? তা সময়ই বলে দেবে।
এসজি