অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচও পরিত্যক্ত
শঙ্কাটা দিনের শুরু থেকেই ছিল। তবে আশা যোগাচ্ছিল দেড় ঘণ্টার বিরতি। চলছিল ম্যাচ শুরুর কার্যক্রম। কিন্তু সেটা আর হলো না। ৯০ মিনিট বিশ্রাম নিয়ে ফের শুরু বৃষ্টির নাচন। তাতে পরিত্যক্ত হলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচও।
শুক্রবার (২৮ অক্টোবর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দুইবার জয়ের হাসি হেসেছে বৃষ্টি। সকালে ভেস্তে দেয় আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ এবং দুপুরে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ।
দিনভর এতটাই ভারী বর্ষণ হয়েছে যে সুপার-টুয়েলভের ম্যাচ দুটোর একটিতেও টস পর্যন্ত মাঠে গড়ায়নি। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টির বাগড়ায় সব মিলিয়ে ৪টি ম্যাচ পরিত্যক্ত হলো। এর মধ্যে তিনটি প্রথম গ্রুপের, একটি দ্বিতীয় গ্রুপের। আফগানিস্তানের দুটো ম্যাচ ভাসিয়ে নিয়ে গেছে আকাশের কান্না। এর আগে নিউজিল্যান্ড ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল আফগানদের।
প্রথম গ্রুপে টেবিলের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। ২ ম্যাচে কিউইদের অর্জন ৩ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে টেবিলের পরের তিন স্থানে যথাক্রমে ইংল্যান্ড, আয়ারল্যান্ড
এবং অস্ট্রেলিয়া। তিন দলেরই ৩টি করে ম্যাচ শেষ। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শ্রীলঙ্কা। টেবিলের তলানীতে রয়েছে আফগানিস্তান (৩ ম্যাচে ২ পয়েন্ট)।
এসজি