মেলবোর্নে বৃষ্টি: আফগান-আইরিশ ম্যাচে টসই হয়নি
চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটারদের সঙ্গে ভালোই খেলছে বৃষ্টি। ইতোমধ্যে কয়েকটি ম্যাচ ফয়সালা হয়েছে বৃষ্টি আইনে।
বাংলাদেশ সময় শুক্রবার (২৮ অক্টোবর) সকাল দশটায় মেলবোর্নে শুরু হওয়ার কথা ছিল আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ। বৃষ্টির কারণে টসই সম্পন্ন হয়নি।
আফগানিস্তানের জন্য ম্যাচটা বাঁচা-মরার। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে। সুপার টুয়েলভ পর্বে আফগানিস্তান খেলেছে দুটি ম্যাচ। পয়েন্ট মাত্র একটি। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে আফগানরা হারে ৫ উইকেটে। দ্বিতীয় ম্যাচ ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। বৃষ্টির কারণে ম্যাচের পয়েন্ট হয় ভাগাভাগি।
অন্যদিকে, আফগানিস্তানের চেয়ে সুবিধাজনক অবস্থানে আয়ারল্যান্ড। শুরুটা তাদের লঙ্কানদের সঙ্গে ৯ উইকেটে হার দিয়ে। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ইংল্যান্ডকে ৫ রানে হারায় তারা। ফলে তালিকায় আয়ারল্যান্ডের পয়েন্ট দুই।
গ্রুপ ওয়ানে তিন পয়েন্ট নিয়ে সবার উপরে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়ার পয়েন্ট সমান ২। সবার নিচে থাকা আফগানিস্তানের পয়েন্ট ১।
এমএমএ/