সিডনি ছেড়েছে বাংলাদেশ দল
১৭৪ বছরের পুরোনো সিডনি ক্রিকেট স্টেডিয়াম, ক্রিকেট বিশ্বের পরিচয় এসসিজি নামে। অস্ট্রেলিয়া বাংলাদেশ দলকে আতিথিয়তা দেয় না বলে সিডনি কিংবা অস্ট্রেলিয়ার অন্য সব বিখ্যাত ভেন্যু যেমন মেলবোর্ন, অ্যাডিলেড, ব্রিসবেন, পার্থ, হোবার্টে খেলার সুযোগ হয়নি বাংলাদেশ দলের।
আইসিসির ইভেন্ট উপলক্ষে এসব ভেন্যুতে বাংলাদেশ খেলার সুযোগ পেয়ে থাকলেও সিডনিতে আগে কখনো খেলার সুযোগ হয়নি। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশকে সিডনিতে খেলার সুযোগ করে দিল। কিন্তু নিজেদের যাত্রার লগ্নটাকে বাংলাদেশ সুখময় করে তুলতে পারেনি। হারের সাগরে হাবুডুবু খেতে থাকা বাংলাদেশ সিডনিতে হেরেছে ১০৪ রানের বিশাল ব্যবধানে। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের ব্যবধানে বাংলাদেশের সবচেয়ে বড় হার।
এই শোচনীয় হারকে সঙ্গী করেই বাংলাদেশ দল আজ স্থানীয় সময় দুপুর ১টায় সিডনি থেকে ব্রিসবেনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। ব্রিসবেনে বাংলাদেশ রবিবার (৩০ অক্টোবর) জিম্বাবুয়ের সঙ্গে মোকাবিলা করবে। এই জিম্বাবুয়ে একসময় দুর্বল থাকলেও এখন তারা অনেক উন্নতি করেছে। বাংলাদেশকে তাদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছিল। বিশ্বকাপে তারা ২৭ তারিখ পাকিস্তানকে টানটান উত্তেজনার ম্যাচে মাত্র ১ রানে হারিয়ে নিজেদের উন্নতির গ্রাফটাকে আরও উপরের দিকে নিয়ে গেছে। সেই জিম্বাবুয়ের বিপক্ষে এবার দিতে হবে বাংলাদেশকে আরেকটি পরীক্ষা।
এমপি/এসএন