পাকিস্তানের বিপক্ষে জয় বিশেষ কিছু: আরভিন
গ্রুপ পর্ব টপকে জিম্বাবুয়ে উঠে আসে বিশ্বকাপের সুপার টুয়েলভে। এই পর্বে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে হয় বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জিম্বাবুয়ে পায় এক রানের রোমাঞ্চকর জয়।
বিশ্বকাপে প্রথমবারের মতো পাকিস্তানকে হারানো বিশেষ কিছু বলে মনে করছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।
ম্যাচের পর জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, ‘এটা আসলেই বিশেষ কিছু। প্রথম রাউন্ড টপকে সুপার টুয়েলভ পর্বে আসতে পরিশ্রম করতে হয়েছে আমাদের। এই পর্বে আমাদের লক্ষ্য ছিল ভালো ক্রিকেট খেলা বিশেষ করে টপ দলগুলোর সাথে। সেটা আমরা আজ করতে পেরেছি বোধহয়।’
তিনি আরও বলেন, ‘ব্যাটিংয়ে আমাদের ২০ কিংবা ২৫ রান বেশি হলে ভালো হতো। কিন্তু আমাদের পেসাররা সেই অভাব বুঝতে দেয়নি। শুরুতে পাকিস্তানের দুটি উইকেট নিয়ে সুবিধা করে দেয় বোলাররা। মাঝে গুরুত্বপূর্ণ সময়ে সিকান্দার রাজার তিন উইকেট ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।’
‘আমি ধন্যবাদ দিতে চাই সমর্থকদের। যারা আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছে। আর সেটা সব জায়গায়। ধন্যবাদ সবাইকে।’
এমএমএ/