টি-টোয়েন্টিতে হারের ইতিবৃত্ত
টি টোয়েন্টি বিশ্বকাপে ডাচদের হারিয়ে শুরুটা উড়ন্ত ছিল বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচেই মুদ্রার উল্টোরূপ দেখল সাকিবরা।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার কাছে টাইগারদের হার ১০৪ রানে। রানের দিক থেকে টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় হার এটি বাংলাদেশের।
এর আগের সবচেয়ে বড় হার ছিল ২০০৮ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে, ১০২ রানে।
এই দুটি ছাড়া আর ১০০ রানের ব্যবধানে হারেনি বাংলাদেশ দল। তৃতীয় বড় হার ৮৩ রানে, সেটিও দক্ষিণ আফ্রিকার কাছে ২০১৭ সালে।
বিশ্বকাপের আগে বাংলাদেশের সবচেয়ে বড় হার ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৫ রানে। ২০১৬ বিশ্বকাপে কলকাতায়।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বড় ব্যবধানে জেতার রেকর্ড চেক প্রজাতন্ত্রের। তারা ২৫৭ রানে তুরস্ককে হারায় ২০১৯ সালের ৩০ আগস্ট।
সেদিন চেক প্রজাতন্ত্রের ৪ উইকেটে ২৭৮ রান আন্তর্জাতিক টি২০-তে সর্বাধিক রানের রেকর্ড। জবাবে চেকরা গুটিয়ে গিয়েছিল মাত্র ২১ রানেই। এটি আবার এখন পর্যন্ত টি২০-তে সর্বনিম্ন দলীয় রান।
টেস্ট খেলা দলের সবচেয়ে বড় জয়ের রেকর্ড শ্রীলঙ্কার। জোহানেসবার্গে ২০০৭ বিশ্বকাপে কেনিয়াকে ১৭২ রানে হারায় তারা। সেটাই আবার বিশ্বকাপে সবচেয়ে বড় জয়ের রেকর্ড।
টেস্ট খেলা কোন দলের সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা আয়ারল্যান্ডের। ২০১৮ সালের ২৯ জুন তারা ডাবলিনে ভারতের কাছে হেরেছিল ১৪৩ রানে। ২০১৭ সালের ২২ জুন টেস্ট মর্যাদা পায় আইরিশরা।
এমএমএ/