রিভিউ না নেওয়ার আক্ষেপ সাকিবের
অ্যানরিক নরকিয়ার বলে এলবিডব্লিউর ফাঁদে পেেড়ন সাকিব। স্ট্যাম্প সোজা বল সাকিব সাফল খেলতে চেয়েছিলেন।
কিন্তু ব্যাটে-বলে সংযোগ ঘটাতে পারেননি। দক্ষিণ আফ্রিকার ফিল্ডারদেও আবেদনে সাড়া দেন আম্পায়ার। তখন যদি তিনি রিভিউ নিতেন. তাহলে বেচে যেতেন। কারণ, তখনো বাংলাদেশের দুইটি রিভিউই অক্ষত। কিন্তু কেন সাকিব রিভিউ নিলেন না।
আম্পায়ারের তর্জনি উঠার পর সাকিব ড্রেসিং রুমের দিকে হাঁটা দেন। এর আগে তিনি লিটন দাসের সঙ্গে আলাপও করেন। পরে টিভি রিপ্লেতে দেখা যায় বল স্ট্যাম্পে আঘাত হানত না। লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে বল বের হয়ে যেত।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিভিউ না নেওয়ার জন্য সাকিবের কণ্ঠে ঝরেছে আফসোস আর আক্ষেপ।
তিনি বলেন, ‘রিভিউটার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি প্রায় নিয়েই নিয়েছিলাম। পরে আবার ওটা বাতিল করে দেই। অবশ্যই একটু তো হতাশাজনক ব্যাপার যে, আমি একবার নিতে গিয়েও কিংবা নিয়ে ফেলেও ওটা বদল করেছি। যখন দেখেছি যে, পিচড আউট সাইড লেগ, তখন অবশ্যই হতাশ।
এমপি/এমএমএ/