‘বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগতেই পারে রোশোর’
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলে রাইলি রোশো নিয়মিত মুখ নন। ২০১৬ সালের পর আবার ফিরেছেন ২০২২ সালে। এবার ফেরাটা যাতে অর্থবহ করে তুলতে পারেন, আর যাতে বাদ না পড়েন সে জন্য যেন পণ করেছেন। তাইতো তিনি ব্যাট হাতে রানের বান ডেকে চলেছেন।
ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ খেলে একটিতে করেছিলেন অপরাজিত ৯৬ রান। বাতি দুইটিতে করেছিলেন ৪ ও ৩১। ভারতের বিপক্ষে প্রথম ২ ম্যাচে কোনো রান না করার পর তৃতীয় ম্যাচে করেন পাক্কা ১০০ রান। এটিও ছিল অপরাজিত। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে খেলেন ৫৬ রানের আরেকটি অরপরাজিত ইনিংস।
জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণে ব্যাটিং করার সুযোগ পাননি। আজ বাংলাদেশের বিপক্ষে আবার সুযোগ পেয়ে করেছেন মাত্র ৫৬ বলে ১০৯ রান।
রোশো যখন জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন,তখন বিপিএলে তিনি আবার সফল ছিলেন। তিন মৌসুম খেলে দুই মৌসুমে টপ স্কোরার ছিলেন।২০১৮-১৯ মৌসুমে একটি সেঞ্চুরিসহ ৫৫৮ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারি ছিলেন। পরের মৌসুমেও তিনি ৪৯৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন।
বিপিএলের এই অভিজ্ঞতা জাতীয় দলে লম্বা সময় না খেলার পরও অনেক কাজে লেগেছে বলে জানিয়েছেন সাকিব আল হাসান।
তিনি বলেন, ‘স্বাভাবিক কিছু না। ওই অভিজ্ঞতা কাজে লাগতেই পারে। এটা আসলে ওই ভালো বলতে পারবে কেন ও ভালো করেছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, ও অনেক ক্ষুধার্ত ছিল ভালো করার জন্য।’
যেহেতু অনেক দিন পর এসেছে, ওর অনেক কিছ প্রমাণ করার আছে। ওর দেশের হয়ে খেলার একটা গর্ব আছে। সেটা ও ১০০ করার পর যে উদযাপন করেছে সেটাতেও দেখে গেছে। ক্রেডিট ওকে অবশ্যই দিতে হয় যেভাবে ও ব্যাট করেছে, আমাদের কোনো সুযোগই দেয়নি, সাকিব বলেন।
এমপি/এমএমএ/