বোলিংয়ের চেয়ে ব্যাটিং বেশি খারাপ হয়েছে: সাকিব
নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ ৯ রানে জিতলেও সেখানে তৃপ্তি ছিল না। কারণ, আগে ব্যাট করে বাংলাদেশ ৮ উইকেটে মাত্র ১৪৪ রান করেছিল। পরে নেদারল্যান্ডসকে ১৩৫ রানে অলআউট করেছিল।
এক ম্যাচ পরেই বাংলাদেশ আবার ফিরে গেছে নিজেদের চিরচেনা জায়গাতে। যেখানে ব্যাটিং-বোলিং দুই জায়গাতেই বাংলাদেশ ব্যর্থ। দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করে ৫ উইকেটে ২০৫ রান করার পর বাংলাদেশ ১৬.৩ ওভারে মাত্র ১০১ রানে অলআউট হয়ে হার মানে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানে, ১০৪ রানে।
এমন হারে অধিনায়ক সাকিবের খুবই খারপা লাগছে বলে ম্যাচ সংবাদ সম্মেলনে জানিয়েছেন। তিনি বলেন, ‘হারলে তো খারাপ লাগবে, খুবই স্বাভাবিক। এত বড় ব্যবধানে হারলে আরও খারাপ লাগবে সেটাও স্বাভাবিক। তবে ভুলে গেলে চলবে না, দুদিন পরে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। ঐ ম্যাচের জন্য ফোকাস করতে হবে।’
এ ম্যাচ থেকে বেশ কিছু পরিকল্পনা করতে হবে। ভিন্ন কন্ডিশনে ভিন্ন প্রতিপক্ষেরে সঙ্গে মানিয়ে নেওয়ার পরিকল্পনা করতে হবে। তবে হ্যাঁ, এটা হতাশার। যেহেতু প্রত্যাশার ব্যাপার ছিল, পারফরম্যান্সের ব্যাপার ছিল। আমরা করতে পারিনি। প্রথম ওভার ছাড়া-ব্যাটিং ও বোলিংয়ের, সে মোমেন্টাম রাখতে পারিনি। এটা হতাশার, যোগ করেন তিনি।
বাাংলাদেশ ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভালো করতে পারেনি। কিন্তু সাকিবের কাছে মনে য়েছে ব্যাটিংটা বেশি ভালো হয়নি। তিনি বলেন, ‘আজ যদি দুইটা পার্ট চিন্তা করেন, তাহলে ব্যাটিং অনেক খারাপ করেছি। আমরা এর চেয়ে অবশ্যই ভালো দল।’
প্রথম ২ ওভারে যখন ২৭ রান ( হবে ২৬ রান), তখন আপনি অবশ্যই প্রত্যাশা করবেন দল ক্যারি করবে এখান থেকে। না জিতলেও ভালো একটা ব্যাটিং ডিসপ্লে দেখাবে। যা আমরা করতে পারিনি। এটা হতাশার, তিনি বলেন।
এমএমএ/