নেদারল্যান্ডসকে হেসেখেলে হারাল ভারত
বড় পুঁজিতে জয়ের ভিত গড়ে দিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। তিন ব্যাটারের হাফসেঞ্চুরির পর বোলিংয়ে বাকি কাজটা সারেন ভুবেনশ্বর কুমার, মোহাম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিনরা। সবমিলে নেদারল্যান্ডসকে হেসেখেলেই হারাল ভারত।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এশিয়ার পরাশক্তিরা জিতেছে ৫৬ রান ব্যবধানে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ১৭৯ রানের সংগ্রহ পায় ভারত।
জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ডাচদের ইনিংস থামে ৯ উইকেটে ১২৩ রানে। বিশ্বকাপের দ্বিতীয় গ্রুপে এটি ভারতের দ্বিতীয় জয়। অপরদিকে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল নেদারল্যান্ডস।
জয়ের দিনে টস জয়ী ভারতের উদ্বোধনী জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ইনিংসে তৃতীয় ওভারের চতুর্থ বলে সাজঘরের পথ ধরেন লোকেশ রাহুল। ১২ বল খেলে ১ চারে মাত্র ৯ রান করতে পারেন ভারতীয় ওপেনার। তাকে আউট করেন পল ফন মিকেরেন।
শুরুর ধাক্কা কোহলিকে সঙ্গে নিয়ে সামলে নেন রোহিত। দুজনের ৫৬ বলের জুটিতে দলের খাতায় যোগ ৭৩ রান। এতে রোহিতের অবদান ছিল বেশি। ৩৫ বলে করেন ৫২ রান। ১২তম ওভারের শেষ বলে দলীয় ৮৪ এবং ব্যক্তিগত ৫৩ রানে ফ্রেড ক্লাসেনের শিকার হন তিনি।
ভারতীয় অধিনায়কের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৯তম হাফসেঞ্চুরির ইনিংসে ছিল ৪ চার এবং ৩ ছক্কার মার।
বিশ্বকাপে ব্যাক-টু-ব্যাক হাফসেঞ্চুরি তুলে নেন কোহলি। পাকিস্তান ম্যাচে হার না মানা ৮২ রানের ইনিংস খেলা এই ভারতীয় ব্যাটার ডাচদের বিপক্ষে অপরাজিত ছিলেন ৬২ রানে। ৪৪ বলে ইনিংসে ৩ চার ও ২ ছক্কা হাঁকান কোহলি। উইকেটের আরেকপ্রান্তে সূর্যকুমারও ঝড় তুলেন ব্যাট হাতে এবং ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে স্পর্শ করেন হাফসেঞ্চুরির কোটা। ২৫ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫১ রান করেন এই তরুণ ব্যাটার।
এরপর রান তাড়ায় এক মুহূর্তের জন্যও জয়ের স্বপ্ন জাগাতে পারেনি ডাচরা। ভারতীয় বোলারদের তোপের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ২০ রানের ইনিংস খেলেন টিম প্রিঙ্গল। ২টি করে উইকেট শিকার করেছেন দুই ভারতীয় পেসার ভুবেনশ্বর ও আর্শদীপ সিং এবং স্পিনার অক্ষর প্যাটেল ও অশ্বিন। মোহাম্মদ শামি পান ১টি উইকেট।
এমএমএ/