নেদারল্যান্ডসকে ১৮০ রানের লক্ষ্য দিল ভারত
চলতি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ১৭৯ রান।
ভারতের হয়ে এদিন রোহিত শর্মা ভালো শুরু এনে দেন। তবে লোকেশ রাহুল ৯ রানে ফিরে গেলে চাপে পড়ে ভারত।
বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে সে চাপকেই জয় করেন রোহিত। তুলে নেন অর্ধশতকও। যদিও সে অর্ধশতকটা আরও বড় করতে পারেননি তিনি, ফিরে গেছেন ৫৩ রান করে। খেলেন ৩৯ বল।
রোহিতের বিদায়ের পর দলের দায়িত্ব নেন বিরাট কেহলি এবং সূর্যকুমার যাদব। দুজন মিলেই শুরু করেন ঝোড়ো ব্যাটিং। প্রথম ম্যাচের পর আজকের ম্যাচেও অর্ধশতকের দেখা পান কোহলি। শেষমেশ অপরাজিত থাকেন ৪৪ বলে ৬২ রান করে।
সূর্যকুমার ছিলেন সবচেয়ে ভয়ঙ্কর। ৩ চার আর ২ ছক্কায় শেষ ২৫ বলে ৫১ করে অপরাজিত থাকেন এই মারকুটে ব্যাটার। তাতেই ভারত পুঁজি পায় ১৭৯ রানের।
আরএ/