টি-টোয়েন্টিতে প্রথম লড়াই ভারত-নেদারল্যান্ডসের
ক্রিকেট খেলুড়ে ছোট দেশগুলোর একটি নেদারল্যান্ডস। চাইলেই সবার সঙ্গে খেলার সুযোগ হয়ে ওঠে না তাদের। এমনকি লড়াইয়ের সুযোগ পায় না আইসিসির সব ইভেন্টে। এবার বাছাইপর্ব পেরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে ডাচরা। এরই সুবাদে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে প্রথমবার ভারতকে মোকাবিলা করবে তারা।
আগামীকাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সুপার-টুয়েলভের দ্বিতীয় গ্রুপের ম্যাচে লড়বে ভারত ও নেদারল্যান্ডস। দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল দুপুর ১টায়।
এর আগে ওয়ানডেতে দুইবার দেখা হয়েছে তাদের। দুটো ম্যাচই জিতেছে ভারত। বিশ্বকাপের মঞ্চে আরেকটি জয়ের অপেক্ষায় এশিয়ার শক্তিধররা। দুই দলের শক্তি-সামর্থ্য বিবেচনায় কালকের ম্যাচে নিরঙ্কুশ ফেবারিট রোহিত শর্মার দল।
বিশ্বকাপের শুরুতে কঠিন পরীক্ষায় উত্তরে গেছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা পেয়েছে রোহিত শর্মার দল। অপরদিকে নেদারল্যান্ডস মূল বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশের কাছে হেরে। ধারণা করা হচ্ছিল, অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ পেয়ে একাদশে একাধিক পরিবর্তন আনবে ভারত। তবে বোলিং কোচ পরশ মামব্রে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষায় যাবে না তার দল।
নেদারল্যান্ডস ম্যাচের আগে বুধবার অনুশীলনে ছিল না ভারতের ছয় ক্রিকেটার। এরা হলেন- হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং, ভুবেনশ্বর কুমার, মোহাম্মদ শামি, অক্ষর প্যাটেল ও সূর্যকুমার যাদব। এদের প্রত্যেকে ছিলেন পাকিস্তানের বিপক্ষে মহারণে। অনুশীলনে তাদের অনুপস্থিতিতে ভারতের একাদশে পরিবর্তন আসার গুঞ্জন ওঠেছিল, যা উড়িয়ে দিয়েছেন পরশ।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাজির হয়েছে ভুবি-শামিদের কোচ বলেছেন, ‘হার্দিক সব ম্যাচই খেলতে চায় এবং আমরা কাকে বিশ্রাম দেব তা দেখছি না। কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে এমন কোনো চিন্তাভাবনাও নেই। হার্দিক আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার উপস্থিতি দলে ভারসাম্য এনে দেয় বোলিং ও ব্যাটিংয়ে। মাঠে তার মনোভাব গুরুত্বপূর্ণ।’
পরশ যোগ করেন, ‘আগের ম্যাচে যেমনটা আপনারা দেখেছেন, হার্দিক একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। হ্যাঁ, বিরাট কোহলি ওটা শেষ করেছে। সবমিলে বিশ্রাম এখন আলোচনার বিষয় নয়। প্রতিটি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’
এসএন