গতি দিয়ে টাইগারদের কাবু করতে চান এনগিডিরা
নিজেদের স্পিন বিভাগে বাংলাদেশ দল যতটা শক্তিশালী, প্রতিপক্ষের পেসের সামনে টাইগাররা ঠিক ততটাই অসহায়। সাকিব আল হাসানদের এমন দুর্বলতা অজানা নয় দক্ষিণ আফ্রিকার পেসারদের। তাই আগামীকাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গতির ঝড় তুলে টাইগারদের কাবু করতে চান লুঙ্গি এনগিডিরা।
বুধবার (২৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে হাজির হয়ে এনগিডি বলেছেন, ‘আমরা নিজেদের শক্তির জায়গা নিয়ে ভাবছি। যে কয়টা ম্যাচ দেখেছি, পেসাররাই বেশি সফল ছিল। আমরাও আমাদের শক্তির জায়গা ধরে এগুব। বাংলাদেশের বিপক্ষে অবশ্যই আমরা আমাদের শক্তি জায়গা দিয়েই আক্রমণ করব। যেটি হলো পেস। নির্ভর করছে তারা কীভাবে এটি সামাল দেয়। আগামীকাল এটি দেখব। মূলকথা, আমরা যে জায়গায় ভালো, সেটি নিয়েই এগুবো।’
চলতি বছরের শুরুতে দুই দলের ওয়ানডে সিরিজের প্রসঙ্গ টেনে প্রোটিয়া পেসার বলেছেন, ‘শেষবার যখন আমরা বাংলাদেশের বিপক্ষে খেলেছি, তাদের ব্যাটসম্যানরা বেশ আগ্রাসী ভঙ্গিতে খেলেছে। আমরা এ বিষয়ে অবগত আছি। তো অবশ্যই ওদের টপ অর্ডার আমাদের লক্ষ্য থাকবে। বোলিং ইউনিট হিসেবে আমরা ওদের ‘মাথা কেটে ফেলার’ চেষ্টা করব। যেটা হতে পারে তাদের টপ অর্ডারকে দ্রুত ফেরানোর মাধ্যমে। তাদেরকে যত কমে সম্ভব থামানোর চেষ্টা করব।’
এদিকে, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ নিয়ে কিছুটা আক্ষেপ ঝড়ল এনগিডির কণ্ঠ থেকে, ‘এটা আমাদের কিছুটা চাপের মধ্যে ফেলেছে, জয় পেলে ভালো হতো। আগামীকালও বৃষ্টির পূর্বাভাস আছে... আমার মনে দুর্ভাগ্য আমাদের অনুসরণ করছে। আবহাওয়া নিয়ে আমাদের করার কিছু নেই। আমরা যা করতে পারি তা হলো খেলার জন্য প্রস্তুত থাকা।’
এসি/এএস