বৃষ্টিতে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ শুরু হতে বিলম্ব
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে বুধবার (২৬ অক্টোবর) বেলা ২টার দিকে মেলবোর্নে মুখোমুখি হওয়ার কথা ছিল আফগানিস্তান ও নিউজিল্যান্ডের। তবে বৃষ্টির কারণে এখন পর্যন্ত হয়নি টসই।
চলমান বিশ্বকাপে বৃষ্টি ঝামেলা পাকিয়েই যাচ্ছে। কয়েকদিন আগে বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ম্যাচ হয়েছে পয়েন্ট ভাগাভাগি। আজ দিনের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়েছে আয়ারল্যান্ড, সেটাও বৃষ্টি আইনে।
আফগানিস্তান ও নিউজিল্যান্ড দুই দলেরই এটা দ্বিতীয় ম্যাচ। নিউজিল্যান্ডের শুরুটা অস্ট্রেলিয়াকে হারিয়ে। সিডনিতে সেই ম্যাচে ডেভন কনওয়ের ব্যাটিং ঝড়ে তিন উইকেটে ২০০ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে অস্ট্রেলিয়া ১৭.১ ওভারে ১১১ রানে হয়েছিল অলআউট। ৮৯ রানের দাপুটে জয় পায় কিউইরা।
অন্যদিকে আফগানিস্তানের সুপার টুয়েলভ পর্ব শুরু হার দিয়ে। ইংল্যান্ডের সঙ্গে পেরে উঠেনি তারা। পার্থে সেই ম্যাচে আগে ব্যাট করতে নেমে দুই বল বাকি থাকতে ১১২ রানে অলআউট হয় আফগানরা। ইংল্যান্ড জয়ের বন্দরে নোঙর করে ১১ বল হাতে রেখে, ৫ উইকেট হারিয়ে।
টি-টোয়েন্টি ক্রিকেটে এই দলের মুখোমুখি অবস্থানের রেকর্ড খুবই কম। এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে তারা। সেটাও গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতে। যে ম্যাচে নিউজিল্যান্ড জিতেছিল ৮ উইকেটের ব্যবধানে।
এসজি