দ্রুততম ফিফটিতে স্টয়নিসের দুই কীর্তি
শুরুতে ধুঁকছিল অস্ট্রেলিয়া। মাঝে ম্যাক্সওয়েলের খণ্ড ঝড় দলকে স্বস্তি দিলেও জয়ের রাস্তা মসৃণ ছিল না। শেষ দিকে মাত্র ১৮ বলে ৫৯ রানের এক ঝড়ে লঙ্কান শিবির তছনছ করে দেন অস্ট্রেলিয়ার মারকুইস স্টয়নিস। অস্ট্রেলিয়া পায় ৭ উইকেটের দারুণ জয়। ম্যাচ সেরা অনুমিতভাবে স্টয়নিস।
১৭ বলে ফিফটি হাঁকিয়ে স্টয়নিস গড়েছেন দুটি কীর্তি। প্রথমত, অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম ফিফটি এখন তার দখলে। দ্বিতীয়ত, টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি দ্বিতীয় দ্রুততম ফিফটি, তবে যৌথভাবে।
অস্ট্রেলিয়ার হয়ে এর আগে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল ওয়ার্নার ও ম্যাক্সওয়েলের। দুজনই ১৮ বলে করেছিলেন ফিফটি। ওয়ার্নার করেছিলেন ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২০১৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে ১৮ বলে ফিফটি করে ওয়ার্নারকে স্পর্শ করেন ম্যাক্সওয়েল। ২০১৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে আবার ১৮ বলে ফিফটি করেছিলেন ম্যাক্সওয়েল। এবার এই দুজনকে ছাপিয়ে সবার উপরে স্টয়নিস।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড ছিল নেদারল্যান্ডসের স্টিফেন মাইবার্গের। ২০১৪ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৭ বলে ফিফটি করেছিলেন তিনি। স্টিফেনের মাইলফলকে এবার ভাগ বসালেন স্টয়নিস।
এসজি