ওয়েস্ট ইন্ডিজের চাকরি ছাড়ার ঘোষণা সিমন্সের
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বড় অঘটন ঘটেছে প্রথম রাউন্ডে। অঘোষিত বাছাইপর্বের বাধা টপকাতে পারেনি টুর্নামেন্টের সর্বোচ্চ দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। শিষ্যদের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ক্যারিবীয়দের কোচের চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ফিল সিমন্স।
বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ক্যারিবীয়রা, যা শুরু হবে ৩০ নভেম্বর।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওটাই হবে সিমন্সের শেষ অ্যাসাইনমেন্ট। বিশ্বকাপ বাছাইয়ে ক্যারিবীয়দের প্রতিপক্ষ ছিল-আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে এবং স্কটল্যান্ড। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে অঘটনের শিকার হয় তারা। ৪২ রানে হেরে বসে স্কটল্যান্ডের কাছে।
পরের ম্যাচে জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষ রক্ষা হয়নি। ভাগ্য নির্ধারণী লড়াইয়ে আয়ারল্যান্ডের কাছে ৯ উইকেটে পরাস্ত হয়ে বাড়ি ফেরার বিমান ধরে ২০১২ ও ১০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। দল ব্যর্থ হওয়ায় কোচের গদি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিমন্স।
পদত্যাগ ঘোষণায় তিনি বলেছেন, ‘আমি মেনে নিচ্ছি যে এতে (ওয়েস্ট ইন্ডিজ সুপার-টুয়েলভ নিশ্চিত করতে না পারায়) শুধুমাত্র দল ক্ষতিগ্রস্ত হয়নি, আমরা যে গর্বিত দেশের প্রতিনিধিত্ব করি তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
‘এটা হতাশাজনক এবং হৃদয় বিদারক কিন্তু আমরা এটা পরিবর্তন করতে পারব না। এখন আমাদের টুর্নামেন্টে না থেকেই ম্যাচগুলো দেখতে হবে।’
সিমন্স আরও বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিদায় অকল্পনীয় এবং এর জন্য আমি আমাদের ভক্তদের কাছে গভীরভাবে ক্ষমাপ্রার্থী। ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নিয়েছিল যে আমি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করব।’
এমএমএ/