আম্পায়ারদের উপর চটেছেন জিম্বাবুয়ে কোচ হাউটন
বৃষ্টিবিঘ্নিত দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ম্যাচে ফল হয়নি। সোমবার (২৪ অক্টোবর) ভারী বর্ষণে পরিত্যক্ত হয়েছে বিশ্বকাপে দুই দলের প্রথম ম্যাচটি। ভাগাভাগি হয়েছে পয়েন্ট। বৃষ্টির বাগড়ার মাঝেই দুই ইংনিস মিলিয়ে ১২ ওভারের খেলা হয়। ভেজা মাঠে ম্যাচ পরিচালনার সিদ্ধান্ত নেওয়ায় আম্পায়ারদের উপর চটেছেন জিম্বাবুয়ে কোচ ডেভ হাউটন।
হোবার্টের বেলেরিভ ওভালে বৃষ্টির কারণে ম্যাচের পরিধি নেমে আসে ৯ ওভারে। প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ৭৯ রানের পুঁজি পায় জিম্বুাবুয়ে। এরপর বৈরী আবহাওয়ার কারণে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩ ওভারের খেলা হতে পারে। খেলা পরিত্যক্ত হওয়ার আগ পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৫১ রান। এক কথায়, টেম্বা বাভুমার কাছ থেকে নিশ্চিত জয় ছিনিয়ে নিয়ে গেছে বৃষ্টি।
ওই ম্যাচ চলাকালীন জিম্বাবুয়ের বোলার এবং ফিল্ডাররা ভেজা মাঠ নিয়ে কয়েকবার অভিযোগ তুলেছিলেন। এমনকি তাদের পেসার রিচার্ড এনগ্রাভা পা পিছলে আঘাত পান। এরপরও আম্পায়াররা খেলা চালিয়ে যান। ম্যাচ পরিচালকদের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হাউটন।
তিনি বলেন, ‘সে (এনগ্রাভা) চেঞ্জিং রুমে গোড়ালিতে বরফ বেঁধে শুয়ে ছিলেন। ওই মুহূর্তে বোলিং করার মতো অবস্থা ছিল না। অবশ্যই আমরা এটা (আম্পায়ারের সিদ্ধান্ত) নিয়ে খুশি নই।’
জিম্বাবুয়ে কোচ আরও যোগ করেন, ‘যখন আমরা এবং দক্ষিণ আফ্রিকা ফিল্ডিং করে তখন মাঠ খুব ভেজা ছিল। উভয় দলের জন্যই কঠিন পরিস্থিতি ছিল এবং আমাদের বোলিংয়ের সময় মাঠ আরও ভেজা ছিল। আমি মনে করি না যে কন্ডিশন খেলা চালিয়ে যাওয়ার জন্য সঠিক ছিল।’
এসজি