বিশ্বকাপই বন্ধ করতে বললেন মিচেল মার্শ
ভারত-পাকিস্তান ম্যাচ শেষ হয়েছে গত রবিবার। যে ম্যাচে কোহলির দুর্ধর্ষ ব্যাটিংয়ে ভারত জিতেছিল ৪ উইকেটে। মেলবোর্নের সেই ম্যাচের রেশ এখনো বিদ্যমান। বিশেষ করে শেষ ওভারে পাকিস্তানের নওয়াজের নো বলকে কেন্দ্র করে আলোচনায় মুখর অনেকে। কেউ কেউ করছে কড়া সমালোচনাও।
শেষ ওভারে নওয়াজের নো বল, ফ্রি হিটে কোহলির বোল্ড হওয়া, এরপর বাড়তি তিন রান। এসব নিয়ে তখনই ফিল্ড আম্পায়ারদের কাছে বেশ তীব্রভাবে অভিযোগ জানিয়েছিল বাবর আজমরা।
সব মিলিয়ে পাকিস্তান-ভারতের শেষের দৃশ্য খুব একটা নিতে পারেননি অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। অনেকটা বিরক্ত হয়ে বিশ্বকাপই বন্ধ করার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকাল ৫টায় পার্থে শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়বে অস্ট্রেলিয়া। তার আগে মার্শ ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গ টেনে বলেছেন, ‘আমার মনে হচ্ছে বিশ্বকাপটাই বোধ হয় এবার বন্ধ করে দেওয়া দরকার। তাতে যদি কোেনা দলের ভালো হয়। আমরা প্রত্যেকে অসাধারণ তিনটি সপ্তাহ কাটানোর প্রত্যাশা করছি।’ মিচেলের এমন বক্তব্য অনেকটা পাকিস্তানের ক্রিকেটারদের উদ্দেশে করে বলা, তা অনুমেয়।
পাক-ভারত দ্বৈরথে বিরাট কোহলি ছিলেন আলোকিত। ৫৩ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলে জেতান দলকে। সেই কোহলিকেও প্রশংসায় ভাসিয়েছেন মার্শ, ‘অসাধারণ খেলেছেন কোহলি। গত এক বছর মোটেও ভাল যায়নি তার। তবে বিশ্বকাপে এসে প্রথম ম্যাচেই একটা ছাপ রেখে গেল ও। খুব ভাল লেগেছে ওর ইনিংস দেখে।’
এমএমএ/