পাক-ভারত লড়াই দেখেছে কত দর্শক?
মেলবোর্নে রবিবার (২৩ অক্টোবর) রোমাঞ্চে ঠাসা ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বিরাট কোহলির বিধ্বংসী ব্যাটিংয়ে শেষ হাসি হাসে ভারত। সেই ম্যাচকে কেন্দ্র করে এখনো হচ্ছে আলোচনা।
ক্রিকেটে ভারত-পাকিস্তান মুখোমুখি মানেই বাড়তি উত্তেজনা। মেলবোর্নেও তাই ছিল। প্রায় ১ লাখ দর্শক মাঠে বসে খেলে দেখেছে দুই দলের। টিভি পর্দা, বিভিন্ন অ্যাপে সেই সংখ্যাটা কত? তার হিসাব না পাওয়া গেলেও দুটি অ্যাপের বিশ্লেষণে বের হয়ে এসেছে কিছু তথ্য।
ডিজনি ও হটস্টার অ্যাপে পাকিস্তান-ভারত ম্যাচ প্রত্যক্ষ করেছে প্রায় ১ কোটি ৮০ লাখ দর্শক। যা এই অ্যাপে নতুন রেকর্ড। এই দুই অ্যাপে আগের রেকর্ডটি ছিল চলতি বছরের এশিয়া কাপে। যেখানে পাক-ভারত লড়াই অবলোকন করেছিল ১ কোটি ৪০ লাখ মানুষ।
বিশ্বকাপের ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছে স্টার স্পোর্টস। টিভি পর্দায় সেই সংখ্যাটা আরও বেশি। তবে সেটি জানা যাবে সপ্তাহখানেক পর।
ডিজনি ও হটস্টার অ্যাপের পরিসংখ্যানে পাক-ভারত ম্যাচে ভুবনেশ্বর কুমার যখন প্রথম বলটি করেন তখন ভিউয়ার ছিল ৩৬ লাখ। পাকিস্তানের ব্যাটিং ইনিংস শেষ হওয়ার পর তা দাঁড়ায় ১ কোটি ১০ লাখে। কোহলির ব্যাটিং ঝড়ে ভারত যখন জয়ের পথে, তখন ভিউয়ারের সংখ্যা পৌঁছায় ১ কোটি ৮০ লাখে।
এসজি